Latest News

মহিলাদের আইপিএলের শুরুতেই আম্বানি বনাম আদানি, উদ্বোধন হবে জমজমাট

দ্য ওয়াল ব্যুরো: ছেলেদের আইপিএলের মতোই মহিলাদের আইপিএলও (Women ipl) দারুণ ভাবে করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন মুম্বইতে একটি সভায় ঠিক হয়েছে, মহিলাদের কোটিপতি লিগ শুরু হবে সম্ভবত ৪ মার্চ। সেদিন খেলা হবে মুম্বই ও আমদাবাদ দলের মধ্যে।

মুম্বই দলের মালিকানা গিয়েছে মুকেশ আম্বানির রিলিয়ান্স গোষ্ঠীর কাছে। আর আমদাবাদ দলটি কিনেছে আদানি গোষ্ঠী। তাদের কোম্পানির দর সম্প্রতি কিছুটা কমলেও তাদের জনপ্রিয়তা কিছুই কমেনি।

মুম্বই শহরের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। মোট পাঁচটি দল এতে অংশ নেবে। কলকাতার কোনও দল খেলবে না। তারা বিড করেছিল। অর্থে পেরে ওঠেনি। মোট ২২টি ম্যাচ হবে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা গুলি হবে। ফাইনাল হবে ২৬ মার্চ।

পুরুষ আইপিএলের মতো নিয়ম। পয়েন্ট যার বেশি থাকবে সেই দুটি দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

ইস্টবেঙ্গলের জয় আনলেন ‘বার্থডে বয়’ ক্লেটন, স্মরণীয় রাত লাল-হলুদ নায়কের

You might also like