শেষ আপডেট: 30th June 2021 11:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটারদের এই চল দীর্ঘদিনের। ইংল্যান্ড সফরে খেলতে গিয়ে বিশ্রামের দিনগুলিতে, যদি সেইসময় উইম্বলডন থাকে, সেখানে ঢুঁ মারেন তাঁরা। যদি কোনও ফুটবল ম্যাচ থাকে, তা হলে সেখানেও হাজির হন। এরকমভাবেই ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ নিজের বন্ধুবান্ধবদের নিয়ে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ দেখতে গিয়ে কিছু ছবিও পোস্ট করেছেন এই উদীয়মান প্রতিভা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে বেশ কিছুটা সময় রয়েছে। সেই কারণেই জৈব বলয় থেকে মুক্তি দেওয়া হয়েছে ক্রিকেটারদের। কিন্তু ঋষভ মাঠে গেলেও মুখে কোনও মাস্ক ছিল না। তিনি স্বাস্থ্যবিধি মানেননি, সেই কারণে নেটিজেনদের প্রশ্নের মুখেও পড়েছেন। ওয়েম্বলি স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় উইকেটরক্ষক লেখেন, ‘‘ম্যাচ দেখে বেশ ভাল অভিজ্ঞতা হল। ইংল্যান্ড দারুণ খেলেছে।’’ এরপরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কোপের মুখে পড়তে হয় তরুণ ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানকে। মাস্ক ছাড়া স্টেডিয়ামে দর্শকদের মধ্যে খেলা দেখতে গেলেন কী করে এই নিয়ে কথা উঠছে। কারণ তিনি ফের শিবিরে ফিরবেন, আচমকা কেউ যদি সংক্রমিত হন, তা হলে তার দায়ভার কে নেবেন!