শেষ আপডেট: 9th March 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: বড় খেলোয়াড়, কিন্তু বড় মঞ্চের খেলোয়াড় নন।
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ফের একবার ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে ঘিরে চর্চিত জল্পনা ফের একবার সামনে এল।
আইসিসি টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত দারুণ খেলবেন তিনি। ছন্দে থাকবেন, রান করবেন। কিন্তু ফাইনাল লড়াই, যেটা কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে খেলতে নেমে ব্যর্থ হবেন। এই প্যাটার্নই যেন উইলিয়ামসনের কেরিয়ারের অভিজ্ঞান হয়ে উঠেছে!
এই নিয়ে তিন নম্বর আইসিসি ফাইনাল খেললেন কিউয়ি ব্যাটার। প্রথমবার নেমেছিলেন ২০১৫ সালে। বিশ্বকাপ ফাইনাল। সামনে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে বিশ্রীভাবে হেরে যায় নিউজিল্যান্ড। আর ব্যাট হাতে ব্যর্থ হন উইলিয়ামসন। ৩৩ বলে করেন মোটে ১২ রান।
Kane Williamson, a perennial choker who always shielded his failures behind his evil smile. pic.twitter.com/e8f6OKE5y8
— Pr????tham (@Prxtham_18) March 9, 2025
দ্বিতীয়বার ফের ওয়ান ডে বিশ্বকাপ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারও ব্যর্থ কেন উইলিয়ামসন। ৩০ রানে আউট হন।
আজ তিন নম্বর আইসিসি ফাইনাল। আর আজকেও রান করতে পারলেন না নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান। কুলদীপ যাদবের ঘূর্ণি বুঝতে না পেরে আউট হলেন মাত্র ১১ রানে।
সামনে ২০২৭ বিশ্বকাপ। তারপর ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। ততদিনে উইলিয়ামসনের বয়স দাঁড়াবে ঊনচল্লিশে। সেই সময় কি ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে তাঁকে? ফিটনেস সঙ্গ দেবে তো? অনুরাগীদের মনে ঘুরতে শুরু করেছে প্রশ্ন।
২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। তারপর দলকে একাধিক সিরিজ জিতিয়েছেন। কিন্তু আইসিসি নক আউট টুর্নামেন্ট মানেই গোড়া থেকে দারুণ খেলেও ফাইনালে উঠে ব্যর্থতা। উইলিয়ামসনের কেরিয়ারের নির্যাস বলতে এই। নইলে ২০১৯-এর বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সকে কীভাবে ব্যাখ্যা করা যাবে? ফাইনালে করলেন স্রেফ ৩০ রান। অথচ তার আগে পর্যন্ত হাঁকালেন ৫৪৮ রান। টুর্নামেন্ট সেরার তাজও উঠল তাঁর মাথায়। স্রেফ ফস্কে গেল বিশ্বজয়ের মুকুট।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ছবি। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ফর্মে থাকা বোলারদের হেলায় উড়িয়ে করলেন কেরিয়ারের ১৫তম শতরান। দলকে তুললেন ফাইনালে। আর সেখানে উঠে ফের একবার ব্যর্থ হলেন তিনি।
বড় ক্রিকেটার, কিন্তু বড় মঞ্চের ক্রিকেটার নন—কথাটাকে স্রেফ জল্পনা বলে বোধ হয় আর উড়িয়ে দেওয়ার উপায় নেই।