শেষ আপডেট: 7th August 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগত কেন কী কারণে বাতিল হলেন, সেটি স্পষ্ট করল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার রাতে ভিনেশের দুই কেজি ওজন কমাতে নিরন্তর চেষ্টা করা হয়েছে। তারপরেও তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গিয়েছে। তাই তিনি বাতিল হয়েছেন ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে। তিনি ফাইনালে নামতে পারেননি। বিশ্ব কুস্তির ক্রম তালিকায় ভিনেশের স্থান সকলের নিচে চলে গিয়েছে।
যে কুস্তিগিরকে নিয়ে সারা ভারত পদক জয়ের স্বপ্ন দেখছিল, তিনি এইভাবে লড়াই থেকেই ছিটকে যাবেন, কেউ ভাবতে পারেননি। অনেকেই এরজন্য চক্রান্তের গন্ধ পাচ্ছিলেন। কেউ আবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে আন্তর্জাতিক কুস্তি সংস্থাকেও। কিন্তু এদিন তারাও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ‘‘ভিনেশ ফোগতের ক্ষেত্রে যেটা করা হয়েছে, সেটি নিয়ম মেনেই। নিয়ম সকলের জন্য এক হওয়াই উচিত। কারণ ওজন পরিমাপের সময় সব কুস্তিগিররা সেখানে থাকে, সব অফিসিয়ালরা থাকেন, সেখানে নিয়মের মাপকাঠিই সব।’’
ওই সংস্থার প্রধান নেনাদ লালোভিচ বলেছেন, ‘‘আমাদের সকলের নিয়ম মানা দরকার। কারও জন্য অন্য নিয়ম হতে পারে। আমরা ভিনেশের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। ও দারুণ ফর্ম দেখিয়ে ফাইনাল পর্যন্ত উঠে এসেছিল। কিন্তু ওজন বেড়ে যাওয়ায় ছিটকে গিয়েছে। ভিনেশকে রুপোও দেওয়া যাবে না, কারণ বয়স বেড়ে যাওয়ায় তো ক্যাটাগরিও বদল হয়ে গিয়েছে।’’
বিশ্ব কুস্তি সংস্থা এও জানিয়েছে, ভারতীয় অলিম্পিক সংস্থা তাদের ভিনেশের বিষয়টি বিবেচনা করতে বলেছিল। তাতে অন্য দেশ প্রতিবাদ জানাতে পারত। কারণ আমরা কঠোরভাবে নিয়ম পালন করে থাকি। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে পরে আরও জলঘোলা হতে পারত।