শেষ আপডেট: 6th March 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের পেস তারকা মহম্মদ সামি তিনটে উইকেট শিকার করেন। তবে ম্যাচ চলাকালীন সামির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওয় দেখা যায় যে টিম ইন্ডিয়ার এই স্পিডস্টার খেলা চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করছেন। আর সঙ্গে সঙ্গে মুসলমান সম্প্রদায়ের একাংশ রে রে করে তেড়ে আসেন। অভিযোগ তোলা হয় সামি রোজা ভেঙেছেন।
খেলা চলাকালীন কেন আচমকা রোজা ভাঙতে গেলেন মহম্মদ সামি? তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জল্পনা হয়েছে। চলেছে জলঘোলাও। এই ব্যাপারে সামি অবশ্য মুখ খোলেননি। তবে সামির খুড়তুতো ভাই এই ব্যাপারে মুখ খুলেছেন। দাদার পাশে দাঁড়িয়ে তিনি সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। মহম্মদ সামির ভাই জায়েদ সুলতান বলেছেন, ধর্মের আগুনে হাত সেঁকা এবার বন্ধ করুন। পাশাপাশি তিনি ধর্মীয় বই পড়ারও পরামর্শ দিয়েছেন।
একটি ইন্টারভিউয়ে জায়েদ সুলতান বলেছেন, 'বর্তমানে সামি ভাই দুবাইয়ে খেলছেন। রমজান মাসে কেউ যদি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন, তাহলে রোজা ভাঙা যেতেই পারে। এটা কোনও বড় বিষয় না। আশা করব, এই ব্যাপারে আলটপকা মন্তব্য করার আগে সবাই যেন বই পড়েন। সাধারণ মানুষের থেকে একজন ইমাম সাহেব তো অনেক বেশিই জানবেন। এই ব্যাপারে মন্তব্য করে মৌলানা শুধুমাত্র নিজের টিআরপি বাড়াতে চেয়েছে।'
its a serious matter ...#MohammadShami
— SADHANA SINGH (@Sadhana_Singh99) March 6, 2025
देशभक्त✅ vs कठ्मुल्लाह ❎का फरमान |
Lets you decide which one is RIGHT✅#ViralVideo #CleanIndia #SachinTendulkar #KatrinaKaif #Mannat #Don3 #MaheshBabu #MohammedShami #JanhviKapoor
Deploying pic.twitter.com/c8lNDR1o8h
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সর্বভারতীয় মুসলিম জামাত সংগঠনের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেইলভি ব্যাপারটি নিয়ে অযথা জলঘোলা করার চেষ্টা করেছিলেন। সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে একটি বাধ্যতামূলক কর্তব্য হল এই রোজা পালন করা। যদি কোনও সুস্থ পুরুষ কিংবা মহিলা রোজা না রাখেন, তাহলে সেটা মস্ত বড় অপরাধ হিসেবে গণ্য় করা হবে। ভারতের ক্রিকেট তারকা মহম্মদ সামি ম্যাচ চলাকালীন জলপান করেছেন।'
মহম্মদ সামির শারীরিক সুস্থতার কথা উল্লেখ করে রাজভি আরও জানিয়েছেন, 'সবাই ওঁকে দেখছেন। যদি উনি খেলতে পারেন, তাহলে যে শারীরিকভাবে সুস্থ, তা ধরে নেওয়া যেতেই পারে। এই অবস্থায় উনি রোজা পালন করলেন না। এমনকী, জলপান করলেন। এটা সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দিল।'
মৌলানা রাজভির কথায়, 'রোজা না রেখে মহম্মদ সামি এটা মস্ত বড় অপরাধ করেছেন। ওঁর এই কাজটা করা একেবারে উচিত হয়নি। ঈশ্বরের কাছে জবাব দিতে হবে।'