শেষ আপডেট: 14th August 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: তারিখ পে তারিখ। বারবার পিছিয়ে যাচ্ছে ভিনেশ ফোগতের রায়। এই নিয়ে তিনবার পিছিয়ে দেওয়া হল ভারতের নামী কুস্তিগিরের রায়। আদৌ কি ভিনেশ রুপো পাবেন? তিনি প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে নামতে পারেননি। শেষ মুহূর্তে জানা যায়, ভিনেশের ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে। তারপরেই তিনি বাতিল হয়ে যান।
ক্রীড়া আদালতের বিচারক জানিয়েছেন, ১৬ অগস্ট শুক্রবার ভারতীয় সময়ে রাত সাড়ে ন’টা নাগাদ ভিনেশের রায় ঘোষণা হবে। সেদিনই যে হবে, কেউ জোর দিয়ে বলতে পারছেন না। কারণ এই নিয়ে তিনবার পিছিয়ে গেল রায়দান। কী কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ভিনেশের ঘোষণা?
এই নিয়ে ক্রীড়া আদালতের ধারায় রয়েছে, যখন কোনও বিষয় খুব স্পর্শকাতর, সেইসময়ই বিচারক বারবার রায়দানের দিন পিছিয়ে দিতে পারেন। পাশাপাশি এও বলা হয়েছে, ভিনেশের পক্ষে বিষয়টি অনুকূলে রয়েছে। তিনি ফাইনাল পর্যন্ত সব নিয়ম মেনেই খেলেছেন, এমনকী ফাইনালে নামার আগেও কোনও ছলচাতুরির আশ্রয় নেননি।
ভিনেশের পক্ষে ভারতের দুই বিশিষ্ট আইনজীবী লড়ছেন, তাঁদের মধ্যে বিদুস্পত সিঙ্ঘানিয়া জানান, ভিনেশের বিষয়টি ক্রীড়া আদালত বারবার বিবেচনা করে দেখছে। এমনকী বিশ্ব কুস্তি সংস্থার নিয়মও ভিনেশের পক্ষে যেতে পারে। জাপানের ইউকি সুসাকিকে হারিয়ে তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে জিতেছিলেন। তারপরেও সুসাকিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলানো হয়। এক্ষেত্রে নিয়ম যদি মানা হয়, তা হলে ভিনেশই বা কেন রুপো পাবেন না।
ভিনেশ ইতিমধ্যেই প্যারিস ছেড়েছেন। তিনি হতাশ হয়ে অবসরই নিয়ে ফেলেছেন। তারমধ্যে ভারতীয় কুস্তি সংস্থার কর্তারাও রায় নিয়ে টেনশনে রয়েছেন। তাঁরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভিনেশের পক্ষে বিষয়টি বিবেচনা করছে, সেই কারণেই তারা নানা আইন খতিয়ে দেখেই রায় জানাবে। আমাদের দৃঢ় বিশ্বাস, ভিনেশের পক্ষেই রায় ঘোষণা হবে।