শেষ আপডেট: 23rd March 2025 21:40
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে তিনিই অধিনায়ক (Captain)। অথচ রাজস্থানের (Rajasthan Royals) অদ্ভুত সিদ্ধান্ত এই, যে সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag)। কিন্তু কেন? কোন ফন্দি এঁটেছে রাজস্থান?
ঘটনা হল, চোট সারিয়ে সঞ্জু রাজস্থান শিবিরে কিছু দিন আগেই যোগ দিয়েছেন। শুরু থেকে খেলবেন ঠিকই কিন্তু আইপিএলের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। এই সিদ্ধান্ত আচমকা হয়নি। গত বৃহস্পতিবারই দলের তরফে ঘোষণা করা হয়, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে নেতৃত্ব দেবেন পরাগ।
রাজস্থান জানিয়েছিল, সংশ্লিষ্ট ম্যাচগুলিতে সঞ্জু কেবলই ব্যাটার। উইকেটকিপিংও করবেন না তিনি। তাঁকে ব্যাটিংয়ের সময় 'ইমপ্যাক্ট প্লেয়ার' (Impact Player) হিসাবে ব্যবহার করা হবে। সে কারণেই অধিনায়ক রাখা হচ্ছে না তাঁকে।
দলের সেই বিবৃতিতে খোলসা করে এও লেখা হয়, "সঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত ও শুধু ব্যাটার হয়েই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হলেই নেতৃত্বে ফিরবেন।"
এখানে বলে রাখা দরকার, ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন। বাকি সিরিজে খেলতে পারেননি সঞ্জু। পরে আঙুলে অস্ত্রোপচার হয়। চোট সারিয়ে ক'দিন আগেই রাজস্থান শিবিরে যোগ দেন তিনি।