শেষ আপডেট: 29th January 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৬ রানে পরাস্ত হয়েছে। আর এই হারের পর ভারতের দল নির্বাচন নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তারমধ্যে অন্যতম হল ধ্রুব জুরেলের অন্তর্ভূক্তি। রাজকোটে আয়োজিত এই ম্যাচে ধ্রুব জুরেলকে ৮ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। কেন এত নীচে ব্যাট করতে পাঠানো হল ধ্রুবকে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্টার স্পোর্টসে কমেন্ট্রি করার সময় তিনি বললেন, 'জিতলে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু, হারলেই উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। কেন যে চারজন স্পিনার নিয়ে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ খেলতে নামছে, সেটাই আমার মাথায় ঢুকছে না। তৃতীয় ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে মাত্র ১ ওভারই বল করতে দেওয়া হল। পাশাপাশি ব্যাট হাতেও তো কিছুই করতে পারল না। আসলে বোলিং ডিপার্টমেন্টের কথা চিন্তা না করেই দলের ব্যাটিং গভীরতার উপর জোর দেওয়া হচ্ছে। এই দলে তো শিবম দুবেও ছিল। প্রথম দুটো ম্যাচে ওকে খেলানো হল না। এবার তৃতীয় ম্যাচেও দলের প্রথম একাদশে জায়গা পেল না ছেলেটা।'
এরপর তিনি ধ্রুব জুরেলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুললেন। এই ম্যাচে ধ্রুব জুরেল ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই ব্যাপারটা একেবারে হজম করতে পারেননি আকাশ চোপড়া। তিনি বললেন, 'ধ্রুব নিঃসন্দেহে একজন ভাল ব্যাটার। ওকে ৮ নম্বরে ব্যাট করতে পাঠানোর কোনও মানেই হয় না। ওকে যদি লোয়ার অর্ডারেই ব্যাট করতে পাঠানোর চিন্তাভাবনা থাকত, তাহলে আরও একজন পেসার অনায়াসেই টিম ইন্ডিয়া খেলাতে পারত।'
প্রসঙ্গত, রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রামে দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সামিকে সুযোগ দেওয়া হয়। ৪৩৬ দিন পর আবারও টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন সামি। প্রথম ম্যাচেই যে তিনি বিধ্বংসী পারফরম্যান্স করবেন, এমন ভাবনাও ভুল। কারণ তাঁর শরীরে ছন্দ ফিরতে বেশ কয়েকটা ম্যাচ সময় লাগবে। এই পরিস্থিতিতে কোন আক্কেলে আর্শদীপকে বিশ্রাম দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারি আয়োজিত চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হয়, সেদিকে সকলেরই নজর থাকবে।