শেষ আপডেট: 3rd March 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে মাত্র দেড় কোটি টাকার বিনিময়ে অজিঙ্কা রাহানেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মনে করেছিলেন, কেকেআর ব্রিগেডে রাহানের ঘর ওয়াপসি হলেও, তাঁকে হয়ত দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে না।
কিন্তু, সোমবার (৩ মার্চ) কার্যত সবাইকে চমকে দিয়ে রাহানের নাম কলকাতা নাইট রাইডার্স দলের নয়া অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু, কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
???? ???????????????????????????????? ???????????????????????????????????????????????? - Ajinkya Rahane named captain of KKR. Venkatesh Iyer named Vice-Captain of KKR for TATA IPL 2025. pic.twitter.com/F6RAccqkmW
— KolkataKnightRiders (@KKRiders) March 3, 2025
কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, 'এই দলের অধিনায়ক হিসেবে আমরা এমন একজনকে চাইছিলাম, যাঁর মধ্যে অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি রয়েছে। এই পরিস্থিতিতে অজিঙ্কা রাহানেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পেরে, আমরা খুবই আনন্দিত। কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আইয়ার। ওঁর মধ্যেও যথেষ্ট নেতৃত্বের দক্ষতা রয়েছে। আশা করি, এই দুজনের চাণক্য নীতি দলের হয়ে খেতাব ধরে রাখতে পারবে।'
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, এনরিক নোর্খিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, রোভম্য়ান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেনসর জনসন, লভনিথ শিশোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মঈন আলি এবং উমরান মালিক।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিল। সেইসময় দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু, মেগা নিলামের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্সের আগামী অধিনায়ক কে হতে পারেন? ইতিমধ্যে, অনেকে আবার আশা করেছিলেন ভেঙ্কটেশ আইয়ারের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। শেষপর্যন্ত রাহানেকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।