শেষ আপডেট: 22nd March 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও আরসিবির ম্যাচ দিয়ে শনিবার শুরু হল আইপিএল। নতুন মরশুম, এদিক ওদিক হয়েছে দল। অনেকের পারফরম্যান্স আগের চেয়েও ভাল, অনেকের গতবারের মতোই। দেখে নেওয়া যাক ২০২৫-এ অরেঞ্জ ক্যাপ জিততে পারেন কারা (সর্বোচ্চ রান যাঁর ঝুলিতে থাকবে)।
অভিষেক শর্মা (SRH)
২০২৪ আইপিএলে মাত্র ২০৪ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবছর আরও বিধ্বংসী ফর্মে থাকার আশা করা হচ্ছে।
ট্রাভিস হেড (SRH)
সানরাইজার্স হায়দরাবাদের ভয়ঙ্কর ওপেনিং জুটির একজন। গতবারের মতো এবারও ঝোড়ো ব্যাটিংয়ে অরেঞ্জ ক্যাপের দাবিদার তিনি।
বিরাট কোহলি (RCB)
২০২৪-এর অরেঞ্জ ক্যাপ জয়ী কোহলি নতুন উদ্যমে নামছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আশা করা যাচ্ছে এবারও প্রচুর রান করবেন।
শুভমান গিল (GT)
২০২৩-এ অরেঞ্জ ক্যাপ জয়ী গিল এবছর গুজরাত টাইটান্সের অধিনায়ক। বড় রান তোলার লক্ষ্যে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
যশস্বী জয়সওয়াল (RR)
২৩ বছর বয়সি এই প্রতিভাবান ব্যাটসম্যানও বড় স্কোর করতে পারেন এবার। রাজস্থান রয়্যালসের ওপেনার হিসেবে নজর কাড়তে পারেন তিনি।