Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Who Will Fill Virat’s Vacated No. 4 Spot?

বিরাটের ছেড়ে যাওয়া ‘চার’ নম্বর পজিশনে খেলবেন কে? উত্তরের খোঁজে দিশেহারা বিসিসিআই

বিরাটের আচমকা অবসরে কার্যত অন্ধকারে নির্বাচকরা। দিনকয়েক বাদেই কঠিন ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন। সেখানে ওপেনিং জুটি কারা হবেন, মিডল অর্ডারের দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে—এমন একগুচ্ছ প্রশ্ন দল বাছাইয়ের মিটিংয়ে উঠতে চলেছে। 

বিরাটের ছেড়ে যাওয়া ‘চার’ নম্বর পজিশনে খেলবেন কে? উত্তরের খোঁজে দিশেহারা বিসিসিআই

বিরাট কোহলি

শেষ আপডেট: 13 May 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: বিরাটের (Virat Kohli) ছেড়ে যাওয়া আসন আজ ‘শূন্য’। তা ‘পূর্ণ’ করবেন এমন ‘বীর’ কোথায়?

আপাতত এই প্রশ্নেই দ্বিধাদীর্ণ বিসিসিআই (BCCI)। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং লাইন আপে চার নম্বর পজিশনকে (No. 4 Spot) নিজের সিংহাসনে পরিণত করে ফেলেন বিরাট। সেই কুর্সির দায়ভার তাঁর হাতে তুলে দেন আরেক ক্রিকেট কিংবদন্তি—শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২০১৩ সালে ক্রিকেটকে চিরবিদায় জানান শচিন। তারপর থেকে নম্বার চার আর কোহলি যেন সমার্থক হয়ে উঠেছে।

বিরাটের আচমকা অবসরে কার্যত অন্ধকারে নির্বাচকরা। দিনকয়েক বাদেই কঠিন ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন। সেখানে ওপেনিং জুটি কারা হবেন, মিডল অর্ডারের দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে—এমন একগুচ্ছ প্রশ্ন দল বাছাইয়ের মিটিংয়ে উঠতে চলেছে। যার উত্তর খুব সহজে মিলবে বলে মনে হয় না।

এর প্রধান কারণ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ক্রমশ অস্তাচলে চলে যাওয়া। দুজনের কেউই অবসর নেননি। কিন্তু বর্ডার-গাভাসকার ট্রফিতে তাঁদের দলে জায়গা জোটেনি। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুপোকাত হয়েছে ঠিকই। কিন্তু কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর তারুণ্যকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে অভিজ্ঞ পূজারা, রাহানেদের উপর আস্থা রাখবেন বলে মনে হয় না।

সেক্ষেত্রে শুভমান গিল, যাকে আগামী দিনের অধিনায়ক হিসেবেও প্রোজেক্ট করার চেষ্টা চলছে, তাঁকে চার নম্বরে খেলানো হতে পারে। যদিও এই পরিকল্পনা সহজে নেওয়া সম্ভব বলে মনে হয় না। কারণ, কেরিয়ারে হয় ওপেন নয়তো তিন নম্বর পজিশনেই সচরাচর খেলতে দেখা গিয়েছে গিলকে। তাঁকে মিডল অর্ডারে খেলানো শুরু করেন রাহুল দ্রাবিড়। অনেক চেষ্টাচরিত্রের পর শুভমান চারে নামতে সম্মতি জানান। মূলত, কোহলির বিকল্প হিসেবেই তাঁকে ওই জায়গায় তুলে ধরতে চেয়েছিলেন দ্রাবিড়। সম্মতি ছিল নির্বাচকদেরও।

এখন কি খুব সহজে ফের একবার অস্বস্তিকর জায়গায় খেলতে রাজি হবেন গিল? বিশেষ করে, যখন ভাবী অধিনায়ক হিসেবে তিনি চর্চিত হচ্ছেন, তখন ক্ষমতা দেখিয়ে মুখের উপর ‘না’ বলবেন না তো? এই নিয়ে ধোঁয়াশায় নির্বাচকরা।

আর এমন সম্ভাবনার কথা আরও উস্কে দিয়েছেন ডব্লিউ ভি রমন। একদা অনূর্ধ্ব-উনিশের কোচ। শুভমানকে খুব কাছ থেকে দেখেছেন। রমনের বক্তব্য, ‘শুভমান এখনও পর্যন্ত তার কেরিয়ারের প্রায় পুরোটা জুড়েই হয় ওপেনে নয়তো তিন নম্বরে নেমেছেন। অন্যদিকে কেএল রাহুল দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। এই মুহূর্তে আমাদের শচিন বা কোহলির মতো প্রতিভাবান খেলোয়াড় নেই। এমন অবস্থায় দলের অভিজ্ঞ ব্যাটারকেই চারে নামার দায়িত্ব দেওয়া উচিত।‘

একই মত পোষণ করেছেন প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী। তাঁর যুক্তি, কেএল রাহুল বরাবর দলে নিজের জায়গা পাকা করা নিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকেই চারে নামানো যেতে পারে। সেক্ষেত্রে সাই সুদর্শন খেলতে পারেন ওপেনে। গিল মিডল অর্ডারে নিজেকে প্রমাণ করেছেন। ‘ইন্ডিয়া এ’ টিমের হয়ে আগেও এই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। অধিনায়ক হলে দায়িত্বের বোঝা এমনিতেই বাড়বে। তাই চার নম্বর পজিশনে কেএল রাহুলই যোগ্য ক্যান্ডিডেট। সাফ দাবি দেবাংয়ের।


ভিডিও স্টোরি