শেষ আপডেট: 26th July 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে নানা কথা বলা হয়েছে। কেউ বলেছেন, আন্তোনিও লোপেজ হাবাস অসুস্থ। তিনি আনফিট বলেই এবার আর মোহনবাগানে কোচিং করতে চাননি।
মোহনবাগান তারপরেই হোসে মোলিনাকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ২৯ জুলাই মোহনবাগান দিবসে দলের অনুশীলন শুরু করবেন ডূরান্ড কাপের লক্ষ্যে। তার আগেই অবশ্য সবুজ মেরুন দল শনিবার ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নেমে যাবে।
ময়দানের এই লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন হাবাস। তিনি উত্তরপ্রদেশের আই লিগের ক্লাব ইন্টার কাশীর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে হাবাস অবশ্য বিস্ফোরক। তিনি পরিষ্কার বলেছেন, মোহনবাগানের দায়িত্ব ছাড়া নিয়ে আমার নামে বলা হয়েছে, আমি নাকি আনফিট, অসুস্থ। কিন্তু এই কথা একেবারেই ঠিক নয়। আমার নামে এই কথাগুলি ভুল প্রচার করা হয়েছে। কলকাতার কিছু সংবাদমাধ্যম এগুলি প্রচার করে বিভ্রান্তি বাড়িয়েছে। আমি যদি আনফিট হতাম, তা হলে কী করে ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছিলাম।
হাবাস আরও বলেছেন, আমি ভারতীয় ফুটবল সম্পর্কে অনেকের থেকে বেশি অবহিত। আমি তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি, চারবার ফাইনালে খেলেছি। ভারতের বহু ফুটবলারকে আমি কোচিং করিয়েছি, আমি জানি কী করলে ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারে।
হাবাস যে মোহনবাগানে থাকতে চেয়েছিলেন, এই বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু আবার এও ঠিক, গত আইএসএলের শেষের দিকে হাবাস অসুস্থতার কারণে দলের প্রস্তুতিতে থাকতে পারেননি।
মোহনবাগানের প্রাক্তন কোচ অবশ্য পিছনে ফিরে আর তাকাতে চান না, সেটি তাঁর কথাতেই প্রমাণ মিলেছে। হাবাস জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে ইন্টার কাশী নিয়েই বেশি ভাবতে চান। উত্তরপ্রদেশের ফুটবল পরিকাঠামো যে অনেকবেশি ভাল, সেই বক্তব্য জানিয়ে প্রাক্তন মোহন কোচের ব্যাখ্যা, যে দলটি আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে, তারা আর যাইহোক নিজেদের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল।