শেষ আপডেট: 23rd January 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো : রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে খুব একটা সুখকর হল না। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে তিনি মাত্র ৩ রানে আউট হয়ে ফিরে যান। ২৩ জানুয়ারি মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।
এই ইনিংসে জম্মু-কাশ্মীরের পেস তারকা উমর নাজির মীরের একটি গুড লেংথ ডেলিভারি পুল করতে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লাগে। এরপর বৃত্তের মধ্যেই সহজ ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
রোহিতের পর অজিঙ্কা রাহানে এবং হার্দিক তামোরের উইকেটও শিকার করেন। এরপর উমরের বিধ্বংসী ডেলিভারিতে শিবম দুবে রানের খাতাও খুলতে পারলেন না। ১৪.৫ ওভারে তিনি মাত্র ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে ফেলে মুম্বই। শেষপর্যন্ত তারা ১২০ রানে অলআউট হয়ে যায়। আর উমর ১১ ওভারে ৪১ রানের বিনিময়ে চারটে উইকেট শিকার করেন।
জম্মু-কাশ্মীরের এই পেস বোলার এই নিয়ে পঞ্চমবার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে চার উইকেট শিকার করলেন। পাশাপাশি এই ম্যাচে তিনি মুম্বইয়ে টপ অর্ডারকে কাঁপিয়ে দেন। চলতি রঞ্জি ট্রফির তিন ম্যাচে (পাঁচ ইনিংস) তিনি মোট ১৫ উইকেট শিকার করেন। বোলিং গড় ৯.৯৩ এবং ইকোনমি রেট ২.৯৩। সার্ভিসেসের বিরুদ্ধে তিনি ৫৩ রানে ৬ উইকেট শিকার করেছিলেন।
২০১৩ সালের ডিসেম্বর মাসে জম্মু-কাশ্মীরের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করেছিলেন উমর বিন নাজির। লাল বলে এখনও পর্যন্ত তিনি মোট ৫৭ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ১৩৮ উইকেট। এক ইনিংসে মোট ৬ বার পাঁচ উইকেট শিকার করেছেন। বোলিং গড় ২৯.১২।
এর পাশাপাশি তিনি ৩৬ লিস্ট এ ম্যাচ খেলেছেন। ২৮.৮৩ গড়ে তিনি মোট ৫৪ উইকেট শিকার করেছেন। একবারই তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন।