চাহালের সঙ্গে মহওয়াশ
শেষ আপডেট: 10th March 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: চাহালের সঙ্গে কে এই রমণী?
দুবাইয়ের মাঠে যখন কুলদীপের ঘূর্ণিতে বন্দি কিউয়ি বাহিনী, সেই সময় সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যানের ক্যামেরা ঘুরে যায় স্টেডিয়ামের দিকে আর হাল্কা জুম ইন করতেই ধরা পড়েন সহাস্য মুখের যুজবেন্দ্র চাহালের। একাকী নন মোটেও, পাশে এক সঙ্গিনী বসে। তাঁকে গতকাল পর্যন্ত কেউ চিনতেন, কেউ চিনতেন না। কিন্তু সবমিলিয়ে ক্রিকেট অনুরাগীদের মনে জেগে ওঠে প্রশ্ন—কে এই রমণী? ধনশ্রী ভার্মার সঙ্গে আলাদা থাকার খবরের মধ্যে কি নতুন করে সম্পর্কে জড়ালেন চাহাল? স্টেডিয়ামের কয়েক সেকেন্ডের দৃশ্য এক লহমায় নয়া জল্পনা উস্কে দেয়।
উল্লেখ্য, জাতীয় দলের বাইরে থাকলেও আসন্ন আইপিএলের ময়দানে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে চাহালকে খেলতে দেখা যাবে। যদিও ময়দানের লড়াই নয়, ব্যক্তিগত জীবন নিয়েই আপাতত চর্চায় রয়েছেন তিনি। গতকাল নতুন এক রমণীর সঙ্গে মুখ দেখানোর পর যা নিঃসন্দেহে আরও বাড়তে চলেছে।
যেটুকু জানা গিয়েছে, চাহালের এই নয়া সঙ্গিনী আরজে মহওয়াশ। জন্ম আলিগড়ে। পেশায় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মূলত প্র্যাঙ্ক ভিডিও বানিয়েই নেটদুনিয়ার চর্চায় আসেন তিনি। তার আগে আলিগড় মুসলিম ইনস্টিটিউট থেকে অনার্স পাস করেন মহওয়াশ। তারপর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে জার্নালিজমে মাস্টার্স।
প্র্যাঙ্ক ভিডিও ছাড়াও রেডিও জকি হিসেবেও সুনাম রয়েছে তাঁর। কেরিয়ার শুরু রেডিও মির্চিতে। মজার ও ইস্যুভিত্তিক কন্টেন্ট—তার মধ্যে নারী স্বাধীনতার মতো বিষয়ও রয়েছে—বানিয়ে সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছেন মহওয়াশ। অল্প দিনে এতটাই নাম করেছেন যে, ‘বিগ বসে’র মতো জনপ্রিয় রিয়ালিটি শো এবং বেশ কয়েকটি বলিউড ফিল্মের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন এই তরুণী।
এতকিছুর মধ্যে চাহালের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ভাসতে শুরু করে। গত বছর ডিসেম্বর মাসেই খবর জানাজানি হয়। যদিও মহওয়াশ বরাবর ভারতীয় স্পিনারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ভক্তদের মিথ্যে গুজবে কান না দেওয়ার এবং তা না ছড়ানোরও অনুরোধ রেখেছেন তিনি। পাশে দাঁড়িয়ে সমর্থন জুগিয়েছেন চাহালও।
গতকাল ফের একবার সর্বসমক্ষে, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মতো গ্র্যান্ড টুর্নামেন্টের মঞ্চে দেখা দিলেন তাঁরা। এবার সম্পর্ক অস্বীকারে কোন যুক্তি খাড়া করেন চাহাল-মহওয়াশ, সেদিকেই নজর থাকবে তামাম অনুরাগীর।