শেষ আপডেট: 31st January 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: বিষাক্ত ইনসুইং। আর তাতেই ছিটকে গেল অফ স্ট্যাম্প। রঞ্জি ট্রফিতে কোহলির কামব্যাকের মঞ্চকে দুঃস্বপ্নে পরিণত করলেন যিনি তাঁর নাম হিমাংশু সাংওয়ান। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেই আউট হন কোহলি।
আজ সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় করেন কাতারে কাতারে বিরাট-অনুরাগী। কিন্তু শুরু থেকেই ছন্দে ছিলেন না কোহলি। রাহুল শর্মার প্রথম বলেই এলবিডব্লুর জোরালো আবেদন। কিন্তু বোলার ওভারস্টেপ করায় সে যাত্রা বেঁচে যান বিরাট। এরপর ১৪তম বলে প্রথম বাউন্ডারি। বোলার হিমাংশু। কিন্তু তার পরের বলেই একই রকম শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল। ব্যাট-বলের সম্পর্ক হয় না। আর ব্যাটের ফাঁক গলে দুরন্ত ডেলিভারি ছিটকে দেয় কোহলির অফ স্ট্যাম্প। পরের ওভারে সনৎ সংওয়ানকে আউট করে দিল্লির ব্যাটিং অর্ডারে ত্রাস সঞ্চার করেন হিমাংশু।
স্বাভাবিকভাবেই রঞ্জির মাঠে বিরাটকে আউট করার পর স্পটলাইটে চলে এসে এসেছেন হিমাংশু সাংওয়ান। দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে জিজ্ঞাসা। কে এই হিমাংশু? কবে আত্মপ্রকাশ করেছেন তিনি? রঞ্জিতেই বা কেমন রেকর্ড তাঁর?
আজ নয়। ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটের বড় মঞ্চটিতে সাড়া তোলেন হিমাংশু। প্রথম ম্যাচ ছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সে ম্যাচে ৫২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন হিমাংশু। ওই মরশুমে রঞ্জির সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। মাত্র ৮ ম্যাচে তুলে নেন ৩২ উইকেট। গড় ১৮.৯৬।
প্রসঙ্গত, চলতি সিজনেও হিমাংশু সাংওয়ান একই রকম আগুনে ফর্ম ধরে রেখেছেন। ৭ ম্যাচে দখল করেছেন ১৬ উইকেট। গড় ২৬.২৫। তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৯৪ রানের বিনিময়ে তোলা ৫ উইকেট। গত মরশুমে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন হিমাংশু।
সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে হিমাংশু খেলেছেন ২৩টি ম্যাচ। নিয়েছেন ৭৭ উকেট। গড় ১৯.৯২। মোট তিনবার কোনও ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখল করেছেন তিনি।
যদিও এতদিনের কেরিয়ারে কোহলির মতো বড় উইকেট নেননি হিমাংশু। বছর উনত্রিশের এই পেসার ইতিমধ্যে রেলওয়েজের বিশ্বস্ত খেলোয়াড়। আগামি দিনের দেশের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার।