শেষ আপডেট: 29th January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: ‘ভারতের ক্রিকেট তোমায় ছাড়া অসম্পূর্ণ…’—একদা প্রতিপক্ষকে এমন ভাবেই কুর্নিশ জানালেন শোয়েব আখতার।
ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের সলতে পাকানো শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই দল। তার আগে এই ঐতিহাসিক দ্বৈরথকে রংচঙে মোড়কে পেশ করতে কসুর করছে না কেউই। সম্প্রতি নেটফিক্সের তরফেও দ্বৈরথকে সামনে রেখে একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেখানে দুই টিমের প্রাক্তন ক্রিকেটারেরা একে অপরের বিষয়ে নানান টুকরো মন্তব্য করেছেন। বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গাঙ্গুলি যেমন ভারতের হয়ে ব্যাট ধরেছেন, তেমনই পাক ব্রিগেডের হয়ে বল করেছেন শোয়েব আখতার।
Dada @SGanguly99 you're awesome. Indian cricket is incomplete without you. pic.twitter.com/tRtb58EGp2
— Shoaib Akhtar (@shoaib100mph) January 29, 2025
যদিও অবৈধ বিমার কিংবা বিধ্বংসী ইয়র্কার নয়। বলের বদলে ফুলই ছুড়ে দিয়েছেন আখতার। শোয়েব বলেছেন, ‘দাদা, তুমি অনন্য। ভারতের ক্রিকেট তোমায় ছাড়া অসম্পূর্ণ।‘
পাশাপাশি সৌরভ গাঙ্গুলিও ‘বন্ধুত্বের সিরিজ’ আখ্যা দেওয়া দু’দেশের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ‘মৈত্রী একটা নাম মাত্র। কারণ শোয়েব আখতার যদি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন, তাহলে তার মধ্যে কি আদৌ বন্ধুত্ব থাকে?’
২২ তারিখ যদিও দুবাইয়ের মাঠে এই বন্ধুতা কতখানি দেখা যাবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৫ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যেখানে পাকিস্তান জিতেছে তিন বার। এবার সেই ব্যবধান বাড়ে নাকি রেকর্ডে সমতা ফেরায় ভারত—তামাম ক্রিকেট অনুরাগীদের নজর সেদিকেই থাকবে।