শেষ আপডেট: 25th January 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো : সূর্যকুমার যাদবের নেতৃত্বে কলকাতায় টিম ইন্ডিয়া প্রথম টি-২০ ম্যাচে একতরফা জয় হাসিল করেছে। এবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাস আপাতত আকাশছোঁয়া। শনিবার (২৫ জানুয়ারি) তারা অবশ্যই এই লিড বাড়াতে চাইবে। কিন্তু এই ম্যাচে মহম্মদ সামি কামব্যাক করতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার থেকেও বড় কথা, সামিকে যদি ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে ফেরানোও হয়, তাহলে কার জায়গায় খেলতে নামবেন তিনি?
প্রথম কথা চেন্নাইয়ের উইকেটও কলকতার মতোই স্পিন সহায়ক। ফলে সূর্য-গম্ভীর জুটি যে এই ম্যাচেও তিন স্পিনার নিয়ে খেলতে চাইবে, তা নির্দ্বিধায় বলা যেতে পারে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোইকেই খেলানো হবে।
এবার জোরে বোলারের কথায় আশা যাক। গত ম্যাচে টিম ইন্ডিয়ার পেস বোলার হিসেবে একমাত্র আর্শদীপ সিংকেই খেলানো হয়েছিল। দ্বিতীয় জোরে বোলারের দায়িত্ব পালন করেছিলেন হার্দিক পাান্ডিয়া। হার্দিক একটু বেশি রান খরচ করলেও নতুন বল হাতে তিনি যে বাড়তি দায়িত্ব পালন করছেন, এতেই অধিনায়ক সূর্য বেশ খুশি। কারণ হার্দিক যদি বল করেন, সেক্ষেত্রে তিনি একজন অতিরিক্ত ব্যাটারকে দলের প্রথম একাদশে যোগ করতে পারবেন। ফলে দ্বিতীয় টি-২০ ম্যাচেও যে সামি খেলতে নামবেন না, সেই সিদ্ধান্তে একপ্রকার সিলমোহর পড়েই গিয়েছে।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই।
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আশঙ্কা করতে শুরু করেছেন, ইংরেজদের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে আদৌ তাঁকে সুযোগ দেওয়া হবে কি না। কারণ ভারতীয় উপমহাদেশের অধিকাংশ উইকেটই তো স্পিন সহায়ক। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া যে এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে, তেমনটা কিন্তু একেবারে মনে হয় না।
তাহলে সামির ভবিষ্যত কী? একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি খেলতে নামবেন? ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর থেকে তাঁকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যায়নি। চোটের কারণে প্রায় বছর দেড়েক তিনি ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি মেগা ইভেন্টে সামিকে দলে নেওয়ার ঝুঁকি গ্রহণ করবেন নির্বাচকরা? কারণ যদি বুমরাহ ফিট হয়ে দলে ফিরতে পারেন, তাহলে আর্শদীপের সঙ্গে তিনি অনায়াসেই জুটি বাঁধবেন। আপাতত এটুকুই বলা যেতে পারে, গোটা বিষয়টা ক্রমশ জটিল হতে শুরু করেছে।