শেষ আপডেট: 2nd February 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: ‘রাজার প্রতি রাজার আচরণ।‘—বন্দি হওয়ার পর ঠিক কেমন ব্যবহার প্রত্যাশা করেন—প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দারকে এই উত্তরই দিয়েছিলেন পৌরবরাজ পুরু।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটার-বোলারের বাঘবন্দি খেলায় পরাজিত হয়েছেন কিং কোহলি। জিতেছেন রেলওয়েজের অনামা বোলার হিমাংশু সাংওয়ান। কোহলিকে আউট করে দৃশ্যতই উচ্ছ্বাস দেখান হিমাংশু। তাই নিয়ে বিতর্ক শুরু সোশ্যাল মিডিয়ায়। কেউ ‘ঔদ্ধত্য’, কেউ ‘বাড়াবাড়ি’ কেউ ‘খাপছাড়া’—হিমাংশুর সেলিব্রেশনে এমন নানাবিধ তকমা এঁটে দেন।
যদিও স্বয়ং বিরাট এ সবকিছুর বাইরে দাঁড়িয়ে কুর্নিশ জানিয়েছেন হিমাংশুকে। ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি রেলওয়েজ। ইনিংস সমেত বড় ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছে তাদের। তবু গোটা টেস্ট ম্যাচের মূল আকর্ষণবিন্দু হয়ে থেকেছে হিমাংশুর ওই বিশেষ ডেলিভারি; কোহলির অফ স্ট্যাম্প উপড়ে ফেলা বিষাক্ত ইনসুইং।
ম্যাচ শেষে হিমাংশুর এই ক্ষুরধার বলকে প্রশংসা জানাতে ভোলেননি বিরাট। ড্রেসিং রুমে রেলওয়েজের বোলারের সঙ্গে প্রথমে দেখা করেন তিনি। যে বলে উইকেট ছিটকে গেছিল, তা হাতে নিয়ে সই করে দেন। তারপর বলেন, ‘কী ভালো ডেলিভারি ছিল! খুবই সুন্দর। আমি সত্যি উপভোগ করেছি।‘ নিজে আউট হলেও নিরপেক্ষ নজরে হিমাংশুর বলের প্রশংসা করেন বিরাট।
উল্লেখ্য, ম্যাকগ্রার অ্যাকাডেমির ছাত্র হিমাংশু একসময় অনূর্ধ্ব-উনিশে দিল্লির প্রতিনিধিত্ব করেছেন। সেই দিল্লিরই ঘরের ছেলেকে ঘরের মাঠে আউট করেন তিনি। তাঁর এমন ‘দিল্লি-যোগ’ জানতে পেরে কোহলি বলেন, ‘আমি শুনেছি তোমার কথা। তুমি সত্যি ভালো বোলার। আগামি দিনের জন্য শুভ কামনা রইল।‘