শেষ আপডেট: 24th January 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপে মোহনবাগানের ব্যর্থতা প্রসঙ্গে বিস্ফোরক সুব্রত ভট্টাচার্য। চলতি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের কাছে দুরমুশ হওয়ার পরে বাগানের বাবলু আক্রমণাত্মক। তিনি জানিয়ে দিয়েছেন, এই বিদেশি কোচদের এইসব ম্যাচ হারলে কিছুই যায় আসে না। এই অবস্থায় যদি কোনও ভারতীয় কোচ দায়িত্বে থাকতেন, তাঁকে পত্রপাঠ বিদায় জানিয়ে দেওয়া হতো।
সুপার কাপে মোহনবাগান এগিয়ে গিয়েও হেরেছিল লাল হলুদ দলের কাছে। বিপক্ষের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল প্রভূত উন্নতি করেছেন। সেই প্রসঙ্গে কথা না বলে সুব্রত রণংদেহী মেজাজে বলে দিয়েছেন, বিদেশি কোচ এনে আমাদের ভারতীয় ফুটবলে নাচানাচি করা হয়। তাঁরা ক’টা ভারতীয় ফুটবলার তুলে এনেছেন, বলতে পারেন? আমাদের সময়ে অমল দত্ত, ল্যাংচা মিত্র, সুশীল ভট্টচার্যদের মতো কোচরা অনেক দেশীয় ফুটবলার তুলতেন। এখন কোনও বিদেশি কোচের হাত ধরে কোনও প্রতিভা নাম করেছে, তার নমুনা দেখান তো! আমি বারবারই বলব, হাবাসের মতো কোচেদের নিয়ে এসে কোনও লাভ নেই।
বাবলু মানেই আক্রমণাত্মক, যিনি বরাবরের বিদ্রোহী। বলেই দিয়েছেন, বাগানের এই দলে কোনও রিজার্ভ বেঞ্চ নেই। আগে যিনি কোচ ছিলেন সেই জুয়ান ফেরান্দো কোনও রিজার্ভ বেঞ্চ তৈরি করতে পারেনি। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আমার তো মনে হয় আইএসএল করে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হচ্ছে না। বরং বেশি অযোগ্য বিদেশি ফুটবলার খেলিয়ে আমাদের ফুটবলের কাঠামোকে নষ্ট করে দেওয়া হচ্ছে।