শেষ আপডেট: 20th February 2024 23:24
দ্য ওয়াল ব্যুরো: সন্তানের নামকরণ দেওয়ার ক্ষেত্রে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। এর আগে বছর তিনেক আগে কন্যা ভামিকা জন্মের সময় তাঁর নামকরণ নিয়েও নানা জনের নানা কৌতূহল ছিল। এবারও পুত্র অকায় জন্মের পরেও কৌতূহল বাড়ছেই।
ভামিকার নামের মানে বিরুষ্কা নিজেই জানিয়ে দিয়েছিলেন। তাঁরা লিখেছিলেন, ভামিকা নামের মানে দেবী দুর্গা। তিনি শক্তির প্রতীক। সেই অর্থে ভামিকা নাম রাখা হয়েছে।
এবার গত পাঁচদিন আগে পুত্র অকায় জন্মগ্রহণ করলেও এদিন রাতের দিকে অনুষ্কা এই বিষয়টি জানিয়েছেন। অকায় নামের অর্থ দু’রকম হতে পারে। এই নাম এসেছে তুরস্ক থেকে, তুর্কি নামের অর্থ পূর্ণিমার চাঁদের আলো। আর বাংলা অভিধান দেখলে দেখা যাবে অকায় নামের মানে বিমূর্ত বা ঈশ্বর। তিনিও সর্বশক্তিমান।
বিরুষ্কা অবশ্য নিজে এই নামের অর্থ এখনও বলেননি। তবে তাঁদের সন্তানের নামের মধ্যে যে অভিনবত্ব রয়েছে, সেটি সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কোহলি ও অনুষ্কার দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ্যে আসার পরে বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটমহলের সকলেই তাঁদের শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন।
এর আগে দেখা গিয়েছে, কোহলি ও অনুষ্কা তাঁদের প্রথম সন্তান ভামিকা হওয়ার পরেও তাকে জনসমক্ষে আনলেও মেয়েটির মুখ দেখাননি। তাঁরা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেছেন। পুত্রের ক্ষেত্রেও যে তাই হবে, সেটি আন্দাজ করা যায়। ভামিকা হওয়ার সময়ও কোহলি ছুটি নিয়েছিলেন। সেইসময় দল ছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য ঘরের মাঠে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ থেকে ছুটি নিয়েছেন। কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলেই কোহলির এমন সিদ্ধান্ত।