শেষ আপডেট: 12th January 2025 21:46
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুবরাজ সিংয়ের বাবা তথা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের উপর তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন, যে পিস্তল নিয়ে তাঁর বাড়ি চলে গিয়েছিলেন তাঁকে গুলি করার উদ্দেশে।
যোগরাজ সিং অভিযোগ করেছেন, কপিল দেব তাঁকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার পেছনে ষড়যন্ত্র করেছিলেন। তিনি বলেন, কপিল দেব উত্তর অঞ্চল এবং ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় তাঁকে ইচ্ছাকৃতভাবে বাইরে রেখেছিলেন। সেই সময় যোগরাজের স্ত্রী তাঁকে কপিলের কাছে বিষয়টি জিজ্ঞেসও করতে বলেন। কিন্তু রাগে ফেটে পড়ে যোগরাজ সিদ্ধান্ত নেন, কপিল দেবকে 'শাস্তি' দেবেন।
একথা বলে যোগরাজ সিং জানিয়েছেন, সেক্টর ৯-এরকপিল দেবের বাড়িতে গিয়ে তিনি তাঁকে বহুবার গালমন্দ করেন এবং বলেন, 'তোমার জন্য আমি এক বন্ধুকে হারিয়েছি। এর মূল্য তোমাকে দিতেই হবে।' কিন্তু সেই মুহূর্তে কপিলের মা বাড়ি থেকে বেরিয়ে আসেন। যোগরাজ বলেন, 'আমি কপিলকে বলেছিলাম, তোমার মাথায় গুলি করতে চাই। কিন্তু করব না, কারণ তোমার মা একজন নিষ্পাপ মহিলা।'
যোগরাজ জানান, এরপরই তিনি সিদ্ধান্ত নেন, তিনি আর ক্রিকেট খেলবেন না। তবে তাঁর ছেলে যুবরাজকে ক্রিকেটার হওয়ার জন্য তৈরি করবেন।
যোগরাজ সিং আরও দাবি করেন, বিষাণ সিং বেদী এবং অন্য কয়েকজন ব্যক্তিও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনি বলেন, প্রধান নির্বাচক হিসেবে বেদী তাঁকে দলে নিতে চাননি। কারণ বেদী মনে করতেন, যোগরাজ সুনীল গাভাসকরের ঘনিষ্ঠ এবং মুম্বই ক্রিকেটের সঙ্গে বেশি জড়িত।
১৯৮০ সালে সুনীল গাভাসকরের নেতৃত্বে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে যোগরাজ সিং ভারতীয় দলে অভিষেক করেন। মাত্র তিন মাসের ছোট্ট আন্তর্জাতিক কেরিয়ারে তিনি একটি টেস্ট এবং ছ'টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পর ক্রিকেট থেকে সরে গিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন।
কপিল দেবের বিরুদ্ধে তুমুল ক্ষোভ প্রকাশ করলেও মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে প্রশংসা করেছেন যোগরাজ সিং। তিনি ধোনিকে 'সাহসী মানুষ এবং অনুপ্রেরণাদায়ী অধিনায়ক' বলে উল্লেখ করেছেন।