কামরান আকমল
শেষ আপডেট: 12th March 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে আত্মদর্শন ঘটেছে। বেরিয়ে এসেছে দলের ছন্নছাড়া দশা। আর এই আয়না সামনে মেলে ধরেছে আইসিসি। ট্রফি সেলিব্রেশনের মঞ্চে রাজনৈতিক তরজায় গা না ভাসিয়ে পাকিস্তান ক্রিকেট টিমের নিরপেক্ষ সমালোচনাকেই বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল।
চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই ভারত-পাকিস্তান-আইসিসির ত্রিপাক্ষিক মন কষাকষি চলছিল। দু'দেশের ক্রিকেট বোর্ডের বনিবনা হচ্ছিল না কিছুতেই। সেটা হতে পারে ভেন্যু নিয়ে, হতে পারে জার্সির গায়ে পাকিস্তান নাম খোদাই করা নিয়ে।
আর এই বিতর্কের ধারা বজায় থাকে শেষপাতেও। যখন সবকিছু চুকেবুকে গিয়েছে, টুর্নামেন্ট জিতে নিয়েছে ভারত, তখনও পোডিয়ামে আয়োজক দেশের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। এই নিয়ে রহস্য ঘনীভূত হলে বিবৃতি জারি করে পিসিবি৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়, চেয়ারম্যান মহসিন নাকভি দুবাই উড়ে যাননি ঠিকই। কিন্তু পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে হাজির হয়েছিলেন টুর্নামেন্টের ডিরেক্টর সুমাইর আহমেদ সইদ৷ অথচ তাঁকে ট্রফি উত্তোলন মঞ্চে আইসিসির তরফে ডাকা হয়নি।
এই নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে পিসিবি-আইসিসির মধ্যে। যদিও একে খুব একটা আমল দিতে রাজি নন কামরান আকমল। প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘স্টেজে কাউকে দাঁড় করানোর যোগ্যতাই পাকিস্তানের নেই। আইসিসি সামনে আয়না তুলে ধরেছে। আমরা ভাল ক্রিকেট খেলিনি৷ ছোটখাট দল আমাদের হারিয়ে দিচ্ছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে তাই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু আমরা যদি এভাবে খেলি তাহলে এমনই ব্যবহার পাব। কেউ কোনও সম্মানই দেবে না।’