মহম্মদ শামি
শেষ আপডেট: 5th March 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চারটি জয়ের অন্যতম কাণ্ডারী তিনি। উইকেট তুলেছেন, রান আটকেছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ ভেঙেছেন। পারফরম্যান্স দেখে একবারও মনে হয়নি গোড়ালির চোটের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি (Mohammad Shami)।
দুবাইয়ের ময়দানে অজি-বাহিনীকে (Australia) নিধনের পর ভারতের পেসার তাঁর কামব্যাক, দলে তাঁর অবস্থান নিয়ে অকপট। জসপ্রীত বুমরাহর (Jaspreet Bumrah) অনুপস্থিতির পর ভারতীয় দলের পেস অ্যাটাক যখন রক্তাল্পনায় ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছিল, তখনই পরিত্রাতা হয়ে উঠেছেন শামি। হর্ষিত রানা অনভিজ্ঞ। হার্দিক পান্ডিয়া যতখানি অলরাউন্ডার ততটা জাত পেসার নন। এই পরিস্থিতিতে শামিই হয়ে উঠেছেন টিমের কাণ্ডারী। ইতিমধ্যে টুর্নামেন্টে তিনি ৮ উইকেট দখল করেছেন।
যদিও আনন্দের সপ্তম স্বর্গে না উঠে মাটিতেই পা রাখতে চান শামি। নিজেকে ‘শ্রমিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দলে একবার জায়গা পাওয়া মানেই আস্থা সংক্রান্ত বিতর্ক খতম। কোনও খেলোয়াড়েরই চোট নিয়ে ততটা ভাবা ঠিক নয়। মাঠে পরিশ্রম করে যাও আর দেখো শরীর সেটা নিতে পারে কি না। যতই হোক, আমরা শেষ পর্যন্ত শ্রমিকই।‘
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট জুড়ে লম্বা স্পেল করার জেরে চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ। যদিও ছোট ছোট ওভারের চাইতে দীর্ঘ স্পেলেই বেশি স্বচ্ছন্দ শামি। অকপটে জানালেন, ‘আমি এখন বড় স্পেলের জন্য তৈরি। ছোট স্পেল—এক ওভার কিংবা দু’ওভারের—বল করা খুব সহজ। আর সীমিত ওভারের ক্রিকেটে সেটা ১০ ওভার না ৬ ওভার—সেটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়।‘
দুবাইয়ের একটিমাত্র স্টেডিয়ামে খেলার সুবাদে কি বাড়তি সুবিধা পেয়েছে ভারত? পক্ষে-বিপক্ষে যখন নানান তত্ত্ব উঠতে শুরু করেছে, তখন শামি কিন্তু অকপটে স্বীকার করেছেন, দুবাইয়ের ময়দান টিম ইন্ডিয়ার কাছে অবশ্যই একটি অ্যাডভান্টেজ। তিনি বলেন, ‘আমরা এখানকার পিচ ও আবহাওয়ার সঙ্গে ধতস্থ হয়ে উঠেছি। একই ভেন্যুতে সমস্ত ম্যাচ খেলাটা অবশ্যই প্লাস পয়েন্ট।‘