শেষ আপডেট: 5th March 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় উপমহাদেশের খেলাপাগল জনগণের মধ্যে ক্রিকেট কখনওই শুধুমাত্র একটি খেলা বা ম্যাচ নয়। এটি যেন কখনও কখনও হয়ে ওঠে অনুপ্রেরণার মাধ্যমও। এবার সেই মাধ্যমকেই কাজে লাগিয়ে রাজ্য পুলিশ তুলে ধরল সাইবার নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ বার্তা। মঙ্গলবারের ভারত-অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের একটি ক্লিপ ব্যবহার করে রাজ্য পুলিশ সচেতনতার অভিনব প্রচার চালাল। মুহূর্তেই ভাইরাল হল সেই পোস্ট।
সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের তরফে একটি পোস্টে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন রান নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু রবীন্দ্র জাডেজা রীতিমতো জড়িয়ে ধরে তাঁর পথ আটকে দিয়েছেন। এখানেই তৈরি হয়েছে দারুণ এক তুলনা। গ্রাফিক্সের মাধ্যমে বোঝানো হয়েছে, লাবুশেন যেন এক ওটিপি, আর জাডেজা সাধারণ মানুষ— যে তাকে কিছুতেই অন্য কোথাও যেতে দেবেন না। যেমন জাডেজা লাবুশেনকে রান নিতে দিচ্ছেন না, তেমনই আমাদেরও ওটিপি কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। এই বার্তাই দিচ্ছে রাজ্য পুলিশ।
এখানেই শেষ নয়। এর পরেই দেখা যাচ্ছে, উল্টোদিকের ক্রিজে দাঁড়িয়ে থাকা ব্যাটার স্টিভ স্মিথ হতাশা প্রকাশ করছেন লাবুশেনের প্রতি। যেন বলছেন, 'আরে, তুমি এলে না!' আর এই স্টিভ স্মিথকেই স্ক্যামারের সঙ্গে তুলনা করেছে রাজ্য পুলিশ। বলছে, যাই হয়ে যাক, স্ক্যামারের হাতে ওটিপিকে যেতে দেওয়া যাবে না।
দেখুন সেই ভিডিও।
এই ভিডিও দেখেই মজা পেয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, 'যিনি এই ভিডিও গুলো তৈরি করেন দয়া করে তিনি একদিন সামনে আসুন, অসাধারণ আপনার প্রতিভা!' আবার কারও কথায়, 'পশ্চিমবঙ্গ পুলিশের মিডিয়া ও সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা অত্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডের।ওনাদের প্রতিটি পোস্ট সচেতনতা মূলক বার্তার সঙ্গে সঙ্গে অনেক আনন্দও দিয়ে থাকে আমাদের।'
এদিকে, ভারতীয় দল টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৭ সালে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে পরাজিত হয়। এবার রোহিত শর্মার নেতৃত্বে ফের ফাইনালের মঞ্চে টিম ইন্ডিয়া।
মঙ্গলবারের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ২৬৫ রানের টার্গেট ছুড়ে দেয়। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা ছিল বিরাট কোহলির ব্যাটিংয়ে। সেই প্রত্যাশা পূরণ করলেন কোহলি, ৯৮ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার ব্যাটে চাপে পড়s অস্ট্রেলিয়ার বোলাররা।
ম্যাচের একেবারে শেষ মুহূর্ত চরম উত্তেজনা! ৪৭তম ওভারে অ্যাডাম জাম্পাকে পরপর দু’টি ছক্কা মেরে হার্দিক পান্ডিয়া ভারতকে এগিয়ে দেন জয়ের পথে। শেষ তিন ওভারে দরকার ছিল মাত্র ১২ রান। হার্দিক আউট হলেও, রাহুলের ব্যাটে আসে বিজয় মুহূর্ত। ১১ বল বাকি থাকতেই গ্লেন ম্যাক্সওয়েলের বলে দুর্দান্ত ছক্কা মেরে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।