শেষ আপডেট: 28th September 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রনাথের লেখা একটা ছড়া আছে। নাম ‘ঝোড়ো রাত’। যেখানে বলা হচ্ছে,
দৌড়ে চলে ভুতো
মাথায় ভাঙা ছাতি
বগলে তার জুতো’।
এর সঙ্গে হুবহু মিলে না গেলেও খানিকটা মিল রয়েছে ক্রিকেটার যুবরাজ সিংয়ের একটি রোমাঞ্চকর ঘটনার। যুবরাজ বরাবরই লেডিস ম্যান। কেরিয়ারের ভাল সময়ে অসংখ্য বান্ধবী ছিল তাঁর। এহেন যুবরাজই ইনিংস শেষের পর সেই রোমহর্ষক রাতের গল্পটা পাড়লেন। যে গল্পের অন্যতম চরিত্র তিন জন। যুবরাজ, এক বলিউড অভিনেত্রী ও একটি গোলাপি চটি।
ঘটনাটা কী? ক্রিকেট জীবনের মজার গল্প বলতে গিয়ে এক অনলাইন আড্ডায় স্মৃতি রোমন্থন করেছেন যুবরাজ।
সময়টা ২০০৭-০৮। অস্ট্রেলিয়া সফর খুব একটা ভাল যাচ্ছে না যুবির। প্রথম দুটো টেস্টে খারাপ পারফরমেন্সের জন্য মন বসছে না মহিলাসঙ্গতে।
যুবরাজ জানিয়েছেন, তখন তিনি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে ডেট করছিলেন। অবশ্য তাঁর নাম বলতে চাননি যুবি। সেই নায়িকা ওই সময় অ্যাডিলেডে শুটিং করছিলেন। কিন্তু নিজের ক্যারিয়ারে কথা মাথায় রেখে যুবরাজ তাঁর নায়িকা বান্ধবীকে জানিয়ে দেন, ‘এখন দেখা সাক্ষাৎ বাদ দাও, আমায় একটু ফোকাস করতে দাও’।
কিন্তু প্রেম কি আর এসব বোঝে? কথাতেই আছে ‘আমরা দুজনে ভাসিয়া এসেছি, যুগল প্রেমের স্রোতে’। নায়িকাও যুবির কথায় কান না দিয়ে সটান টিমবাস দেখে পিছু নিয়ে ফেললেন। যুবি বলছেন, 'আমি ওকে দেখেই অবাক, বললাম তুমি এখানে কী করছ?' নায়িকার উত্তর 'আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই।' প্রেমিক যুবরাজও অগত্যা সায় দিয়ে বললেন চলো।
যুবরাজ সেদিন রাতে অভিনেত্রীর সঙ্গে দেখা করলেন, গল্প করলেন। রাত কাটালেন হোটেলে। শুধু তাই নয় সফরের জন্য ভারতীয় অলরাউন্ডারের ব্যাগ প্যাক করে দিয়েছিলেন অভিনেত্রী।
যুবি বলেন, 'ব্যাগ তো আগেই চলে গেছে। আমি সকালে তৈরি হয়ে ওকে জিজ্ঞেস করি আমার জুতো কই? ওর উত্তর 'আমি তো ভুল করে সেই জুতো প্যাক করে দিয়েছি। তুমি এক কাজ করো, আমার পায়েরটা পরে যেতে পারো। তাকিয়ে দেখি ওর পায়ে গোলাপী একটা চটি। অর্থাৎ আমায় হয় খালি পায়ে বেরোতে হবে নয়তো এই গোলাপী স্লিপার পরে যেতে হবে।'
তারপর যুবি বলেন, 'সেই চটি পরেই হোটেল থেকে বেরোই। ব্যাগ দিয়ে পা ঢাকার চেষ্টা করি। কিন্তু বাসে উঠতেই সতীর্থরা আমায় নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। 'স্লো ক্ল্যাপ' দেওয়া শুরু করে।' এই চটি পরেই ভারতীয় অলরাউন্ডারকে এয়ারপোর্টে যেতে হয়েছিল।
যে সময়ের গল্প বলছেন যুবরাজ, একটু খেয়াল করলেই বোঝা যাবে তখন তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে ডেট করছিলেন। মহিলামহলে যুবরাজ বরাবরই বেশ পরিচিত। দীপিকাও মজেছিলেন যুবরাজের প্রেমে। ক্রিকেটারকে মাঠে নামলেই গ্যালারিতে দেখা যেত অভিনেত্রীকে। অস্ট্রেলিয়া সফরেও সঙ্গী ছিলেন তিনিই।
যুবরাজের উজ্জ্বল ক্যারিয়ার, অন্যদিকে বলিউডেও জমে উঠেছে দীপিকার পসার। শোনা যায় নিজের ভবিষ্যতের কথা ভেবে তখন বিয়ে করতে রাজি হননি দীপিকা। পাশাপাশি শোনা গেছিল যুবরাজের অতিরিক্ত পজেসিভনেসের জন্যই নাকি বিচ্ছেদ হয় যায় এই তারকা জুটির।