শেষ আপডেট: 21st February 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয়। ওদের ভয় পাব কেন? গতকালের ম্যাচে রান চেজ প্রসঙ্গে মেহেদি হাসান মিরাজদের বিঁধলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag)।
২২৮ রান তাড়া করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে এক সময় ১৪৪ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং লাইন আপে গভীরতা থাকলেও ড্রেসিং রুমে ফিরে গেছিলেন রোহিত (Rohit Sharma), বিরাটের (Virat Kohli) মতো তারকা। অবিবেচকের মতো শট খেলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হাতে তুলে দিয়ে আসেন অক্ষর প্যাটেলও (Akshar Patel)। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে শেষ ২০ ওভারে ৮৫ রান পেরোতে সাহায্য করেন শুভমান গিল (Shubhman Gill)। তাঁকে যোগ্য সঙ্গত দেন লোকেশ রাহুল।
এই প্রসঙ্গে বলতে গিয়ে সেহওয়াগ বলেন, ‘আমার মনে হয় না দেশের সমর্থকদের মধ্যে কোনও টেনশন ছিল। এটা বাংলাদেশ আর বাংলাদেশকে নিয়ে ভয়? আমি যখন ওদের বিরুদ্ধে খেলতে নামতাম তখনই ভয় পেতাম না। তাহলে এখন স্টুডিওতে বসে পেতে যাব কেন?’
তবে প্রতিপক্ষ যদি অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান হত তাহলে ফল অন্যরকম হলেও হতে পারত বলে মনে করেন ভারতের একদা ওপেনার। পাশপাশি বাংলাদেশকে হাল্কাভাবে না নিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যদি আরও পরিণতি দেখিয়ে রান তাড়া করতেন তাহলে খুব সহজেই ম্যাচটা জিতে নেওয়া যেত। দাবি সেহওয়াগের। তিনি বলেন, ‘এটা খুব সহজ একটা ম্যাচ ছিল। প্রায় ৪ ওভার থাকতেই আমরা ম্যাচ জিতে নিই। গিল শান্ত ছিল, ধরে খেলেছে। রোহিত, বিরাট অথবা শ্রেয়স ক্রিজে থাকলে হয়তো ৩৫ ওভারেই ম্যাচটা জিতে ফেলা যেত।‘