শেষ আপডেট: 12th March 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ১ বছরের মধ্যেই জোড়া আইসিসি খেতাব জয় করেছে। ইতিপূর্বে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির পর আইসিসি ট্রফি জয়ের পরিসংখ্যানে রোহিত শর্মাই ভারতের সবথেকে সফল অধিনায়ক। এবার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ একটি বড়সড় মন্তব্য করলেন।
ক্রিকবাজকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন, 'রোহিতের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা বেশি কথাবার্তা বলি না। মহেন্দ্র সিং ধোনির পর রোহিতই ভারতের সবথেকে সফল অধিনায়ক। একজন অধিনায়ক হিসেবে রোহিত যেভাবে ভারতীয় বোলারদের ব্যবহার করেন, যেভাবে গোটা দলকে পরিচালনা করেন, গোটা দলকে যেভাবে জয়ের পথে এগিয়ে নিয়ে যান, তা সত্যিই প্রশংসনীয়।'
সেইসঙ্গে সেহওয়াগ আরও যোগ করেছেন, 'আর্শদীপ সিংয়ের জায়গায় হর্ষিত রানাকে খেলানো হোক কিংবা হর্ষিত রানার জায়গায় বরুণ চক্রবর্তীকে, দলের প্রত্যেক ক্রিকেটারকে রোহিত যথেষ্ট ভালভাবে পরিচালনা করেছেন। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেকারণেই রোহিত শর্মাকে আমি একজন অসাধারণ অধিনায়কের তকমা দেব।'
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি গত ৯ মার্চ আয়োজন করা হয়েছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৭৬ রানে একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। রোহিতের এই ইনিংসই টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। রোহিতের এই ইনিংসে ৭ চার এবং ৩ ছক্কা ছিল। এই দুরন্ত ইনিংসের কারণে ম্যাচ সেরার খেতাবও তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই জল্পনা চলছিল, একদিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা হয়ত অবসর গ্রহণ করতে পারে। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এখনই এই ফরম্য়াট থেকে তিনি অবসর গ্রহণ করছেন না। ভবিষ্যতে একদিনের ক্রিকেটে তিনি আরও রান করতে চান। এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল, তাহলে কি ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপেও হিটম্য়ানকে খেলতে দেখা যাবে? কারণ, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে রোহিত ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন।
তবে রোহিত বলেছেন, '২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলব কি না, সেই ব্যাপারে এখনই কোনও মন্তব্য আমি করতে চাই না। এখন থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক হবে না। আমি নিজের কেরিয়ারে কখনই এত দুরের চিন্তাভাবনা করিনি। বর্তমানে আমি কেমন খেলছি, সেটার উপরই যতটা বেশি সম্ভব ফোকাস করার চেষ্টা করি। আপাতত নিজের পারফরম্যান্স নিয়ে আমি যারপরনাই খুশি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে খুব ভাল লাগছে।'