টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া।
বিরাট কোহলি ও শরণদীপ সিং
শেষ আপডেট: 13 May 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। একইসঙ্গে বিস্ময়কর ও অপ্রত্যাশিত এই ঘোষণা। সাম্প্রতিক ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছিল ঠিকই। কিন্তু যেভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) রান পেয়েছেন, আইপিএলে (IPL) দুর্দান্ত খেলে চলেছেন, তাতে লাল বলের ক্রিকেট, যা বিরাটের প্রিয়তমও বটে, সেখান থেকে কেন হঠাৎ করে সরে গেলেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি টিম ম্যানেজমেন্টই প্রকারান্তরে বিরাটকে সরে যেতে বাধ্য করেছেন? স্বেচ্ছায় এভাবে চলে যাওয়ার কোনও পরিকল্পনাই কি তাহলে ছিল না?
এমন সম্ভাবনাকে আরও বেশি করে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম শরণদীপ সিং (Sarandeep Singh)। দিল্লির রঞ্জি টিমের প্রাক্তন কোচ। যিনি বিরাটকে খুব কাছ থেকে দেখেছেন, গড়েপিটে তুলেছেন। সেই শরণদীপ দাবি করেছেন, বিরাটের সরে যাওয়ার কোনও আগাম পূর্বাভাস তিনি পাননি। বিরাট রঞ্জিতে নেমেছিলেন টেস্টের জন্য—আরও স্পষ্ট করে বললে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে শানিত করে তুলতে। কীভাবে ইংল্যান্ডের মাটিতে শতরান হাঁকাবেন, কতগুলো হাঁকাবেন, সে সবকিছু নাকি ছেলেবেলার কোচের কাছে খোলসাও করেছিলেন বিরাট। তাই আচমকা অবসর সত্যি অপ্রত্যাশিত এবং এর আসল কারণ নিয়ে যথেষ্ট জল্পনার অবকাশ রয়েছে।
একটি সাক্ষাৎকারে শরণদীপ বলেন, ‘আমি ওর অবসরের কোনও ইঙ্গিত পাইনি। লাল বলের ক্রিকেটে নিজেকে আরও পোক্ত করার জন্যই ও রঞ্জি খেলতে এসেছিল। অবসরের কথা ওর মাথাতেও ছিল না। দিল্লির হয়ে খেলার সময় আলোচনা করেছিল ইংল্যান্ড সিরিজ নিয়ে। বলেছিল, ইংল্যান্ডে ও সবচেয়ে বেশি শতরান করার লক্ষ্য নিয়ে নামবে। ঠিক ২০১৮ সালের সফরের মতো। যেবার ইংল্যান্ডের মাটিতে ও প্রচুর রান তুলেছিল। রঞ্জিতে নামার সময় সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই ছিল না।‘
এরপর ব্যক্তিগত অনুমান নিয়ে বলতে গিয়ে শরণদীপ মন্তব্য করেন, ‘আমরা ভেবেছিলাম বিরাটকে ইংল্যান্ডে দেখব। ও দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ইংল্যান্ড সফর এমনিতেই বেশ কঠিন। তাই বিরাটকে ছাড়া, আমি জানি না, কীভাবে ভারতীয় দল মানিয়ে নেবে।‘
VIDEO | Here's what ex-India spinner and Delhi coach Sarandeep Singh on Virat Kohli's retirement from Test cricket and his stint during his return to Delhi's Ranji side.
"Not at all, there was no sign of him retiring from any form of cricket because he is coming to play red-ball… pic.twitter.com/0T5L6WpEcy— Press Trust of India (@PTI_News) May 12, 2025
উল্লেখ্য, ২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে ৫৯৩ রান করেছিলেন কোহলি। সেই সময় টেস্ট ক্রিকেটকে নিজের রাজপাট বানিয়ে তোলেন। কিন্তু কোভিডের পর আচমকা ধাক্কা খায় ফর্ম, ধসে যায় ব্যাটিং গড়-ও (৫৩ থেকে ৪৭-এ নেমে আসে)। বর্ডার-গাভাসকার ট্রফিতে যার কালো ছায়া ফুটে উঠেছে। চার টেস্টের সিরিজে সাকুল্যে ১৯১ রান তুলেছেন কোহলি। করেছেন একটি শতরান। অর্থাৎ, সেই সেঞ্চুরি বাদ দিলে বাকি সমস্ত ইনিংস মিলিয়ে মাত্র ৯১ রান এসেছে বিরাটের ব্যাট থেকে।