Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Virat Kohli Retirement

‘ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল বিরাটের’, অবসর নিয়ে বিতর্ক আরও জোরাল করলেন কোহলির ছেলেবেলার কোচ

টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। 

‘ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল বিরাটের’, অবসর নিয়ে বিতর্ক আরও জোরাল করলেন কোহলির ছেলেবেলার কোচ

বিরাট কোহলি ও শরণদীপ সিং

শেষ আপডেট: 13 May 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। একইসঙ্গে বিস্ময়কর ও অপ্রত্যাশিত এই ঘোষণা। সাম্প্রতিক ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছিল ঠিকই। কিন্তু যেভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) রান পেয়েছেন, আইপিএলে (IPL) দুর্দান্ত খেলে চলেছেন, তাতে লাল বলের ক্রিকেট, যা বিরাটের প্রিয়তমও বটে, সেখান থেকে কেন হঠাৎ করে সরে গেলেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি টিম ম্যানেজমেন্টই প্রকারান্তরে বিরাটকে সরে যেতে বাধ্য করেছেন? স্বেচ্ছায় এভাবে চলে যাওয়ার কোনও পরিকল্পনাই কি তাহলে ছিল না?

এমন সম্ভাবনাকে আরও বেশি করে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম শরণদীপ সিং (Sarandeep Singh)। দিল্লির রঞ্জি টিমের প্রাক্তন কোচ। যিনি বিরাটকে খুব কাছ থেকে দেখেছেন, গড়েপিটে তুলেছেন। সেই শরণদীপ দাবি করেছেন, বিরাটের সরে যাওয়ার কোনও আগাম পূর্বাভাস তিনি পাননি। বিরাট রঞ্জিতে নেমেছিলেন টেস্টের জন্য—আরও স্পষ্ট করে বললে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে শানিত করে তুলতে। কীভাবে ইংল্যান্ডের মাটিতে শতরান হাঁকাবেন, কতগুলো হাঁকাবেন, সে সবকিছু নাকি ছেলেবেলার কোচের কাছে খোলসাও করেছিলেন বিরাট। তাই আচমকা অবসর সত্যি অপ্রত্যাশিত এবং এর আসল কারণ নিয়ে যথেষ্ট জল্পনার অবকাশ রয়েছে।

একটি সাক্ষাৎকারে শরণদীপ বলেন, ‘আমি ওর অবসরের কোনও ইঙ্গিত পাইনি। লাল বলের ক্রিকেটে নিজেকে আরও পোক্ত করার জন্যই ও রঞ্জি খেলতে এসেছিল। অবসরের কথা ওর মাথাতেও ছিল না। দিল্লির হয়ে খেলার সময় আলোচনা করেছিল ইংল্যান্ড সিরিজ নিয়ে। বলেছিল, ইংল্যান্ডে ও সবচেয়ে বেশি শতরান করার লক্ষ্য নিয়ে নামবে। ঠিক ২০১৮ সালের সফরের মতো। যেবার ইংল্যান্ডের মাটিতে ও প্রচুর রান তুলেছিল। রঞ্জিতে নামার সময় সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই ছিল না।‘

এরপর ব্যক্তিগত অনুমান নিয়ে বলতে গিয়ে শরণদীপ মন্তব্য করেন, ‘আমরা ভেবেছিলাম বিরাটকে ইংল্যান্ডে দেখব। ও দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ইংল্যান্ড সফর এমনিতেই বেশ কঠিন। তাই বিরাটকে ছাড়া, আমি জানি না, কীভাবে ভারতীয় দল মানিয়ে নেবে।‘

উল্লেখ্য, ২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে ৫৯৩ রান করেছিলেন কোহলি। সেই সময় টেস্ট ক্রিকেটকে নিজের রাজপাট বানিয়ে তোলেন। কিন্তু কোভিডের পর আচমকা ধাক্কা খায় ফর্ম, ধসে যায় ব্যাটিং গড়-ও (৫৩ থেকে ৪৭-এ নেমে আসে)। বর্ডার-গাভাসকার ট্রফিতে যার কালো ছায়া ফুটে উঠেছে। চার টেস্টের সিরিজে সাকুল্যে ১৯১ রান তুলেছেন কোহলি। করেছেন একটি শতরান। অর্থাৎ, সেই সেঞ্চুরি বাদ দিলে বাকি সমস্ত ইনিংস মিলিয়ে মাত্র ৯১ রান এসেছে বিরাটের ব্যাট থেকে।


ভিডিও স্টোরি