শেষ আপডেট: 28th January 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: ফিরছেন নায়ক। বারো বছর পর। কিন্তু প্রত্যাবর্তনের আবহটি মোটেও নায়কোচিত নয়। ভরা এমসিজি কিংবা দর্শকদের উল্লাসধ্বনিতে সরগরম ওয়াংখেড়েতে খেলা অভ্যেস যাঁর, তিনি দিন দুই বাদে শীতের রোদ গায়ে মেখে পা রাখবেন এমন স্টেডিয়ামে, যেখানে দর্শকদের অবাধ প্রবেশাধিকার। ব্ল্যাকে কাড়াকাড়ি করে কিংবা ন্যায্যমূল্যের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনও ঝক্কি কাউকে পোহাতে হবে না। খেলতে নামবেন এমন ম্যাচ, যা তাঁর আন্তর্জাতিক রেকর্ডে কোনও বাড়তি মাইলেজই যোগ করবে না। চুম্বকে রঞ্জির ময়দানে বিরাট কোহলির কামব্যাকের বাস্তব ছবি এটাই।
স্বভাবিকভাবে, এমন আপাত জৌলুসহীন ম্যাচের আবহকে নিচুতারে বেঁধেছেন বিরাট। কোনও ঘটনার ঘনঘটা চান না তিনি। ফর্ম নেই, রান নেই, ‘দল থেকে বার করে দেওয়া হোক তাঁকে’-ইস্তক শুনে যেতে হচ্ছে নিত্যদিন। তাই লাল বলের ঘরোয়া ক্রিকেটকে স্রেফ গা ঘামানোর মহড়া নয়, বরং কেরিয়ারের মৃতসঞ্জীবনী হিসেবেই দেখতে চাইছেন তিনি।
প্রতিদিনের প্রস্তুতিতেও সেই মানসিকতাই ধরা দিচ্ছে। কখনও মুম্বইয়ের নামগোত্রহীন নেটে ঠা-ঠা রোদে দাঁড়িয়ে সঞ্জয় বাঙ্গারের নির্দেশ পালন করে আরও নিশ্ছিদ্র করতে চাইছেন তাঁর ডিফেন্স, কখনও-বা দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে মেতে উঠছেন ফুটবল খেলায়।
যে দলগত সংহতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের ড্রেসিং রুমের অন্দরে—তার ঠিক উলটো ছবি ধরা দিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। উজ্জ্বল আভায় চোখ-ঝলসানো তারকা নন, বরং ‘রামজির ছোলে ভাটুরে’র ভক্ত, ঘরের ছেলে বিরাটই বিনা আয়াসে মিশে গেলেন আপাত নিষ্প্রাণ রঞ্জি ম্যাচের প্রস্তুতিতে! খ্যাতিমান ক্রিকেট নক্ষত্রের এহেন লো প্রোফাইল, ‘মানবিক মুখ’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে মাঠে গোল হয়ে দাঁড়িয়ে আছেন দিল্লি দলের ক্রিকেটাররা। আর সেই বৃত্তের মধ্যিখানে দাঁড়িয়ে বল দখলের চেষ্টায় আনন্দে, খুশিতে মেতে উঠছেন বিরাট।
এই ছবি যে বানানো নয়, বরং আন্তরিক ও সৎ--সেকথা স্পষ্ট করে দিয়েছে দিল্লি ক্রিকেট বোর্ড। কোহলি স্বেচ্ছায় এই ট্রেনিং সেশনে নামতে চেয়ে কোচ সরণদীপ সিংকে অনুরোধ করেছিলেন; বিনা প্রস্তুতিতে গা ঘামাতে ম্যাচ খেলতে চাননি—সাফ দাবি বোর্ডের এক শীর্ষ কর্তার।
Virat Kohli is playing a circle football game with the Delhi Ranji team pic.twitter.com/94Q5n0lNKg
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 28, 2025
এমনকি খেলাটাই যে মুখ্য, অন্য কোনওভাবে লাইমলাইটে এই মুহূর্তে আসতে চাইছেন না কোহলি, তার প্রমাণ অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়া। ঋষভ পন্থ নাম তুলে নিয়েছেন। দলের আর সবাই আনকোরা মুখ। এই পরিস্থিতিতেও ক্যাপ্টেন হতে চাননি কোহলি। বাধ্য হয়ে তরুণ ক্রিকেটার আয়ুষ বাদৌনিকে বৃহস্পতিবার দিল্লির হয়ে টস করতে দেখা যাবে মাঠে।
দিল্লি ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অশোক শর্মা মনে করেন, অনভিজ্ঞ খেলোয়াড়দের দলে কোহলির এমন আন্তরিকভাবে মিশে যাওয়া আখেরে দিল্লির তথা দেশের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। একমাত্র নভদীপ সিং ছাড়া কেউ এর আগে কোহলির সঙ্গে না আইপিএল, না জাতীয় দল—কোনও মঞ্চেই খেলেননি। এই সুযোগ তাঁদের কেরিয়ারকে অন্য দিশা দিতে পারে। মত অশোকের।
কোহলি অবশ্য এতকিছু ভাবছেন না। তাঁর পাখির চোখ লাল বলের আউট স্যুইং, নিখুঁত ফুটওয়ার্ক আর অফ স্ট্যাম্পের বাইরের বলের প্রলোভন এড়ানোর অটুট সংযম।