শেষ আপডেট: 23rd January 2022 06:15
দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর মতান্তর নিয়ে যখন দেশের ক্রিকেটমহলে তুঙ্গে চর্চা, তখন এই বিতর্কে মুখ খুলে ইন্ধন জোগালেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। বললেন, অধিকায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে বিরাটকে। গত বছর নিজেই টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরে এসেছিলেন কোহলি। তারপর একদিনের খেলাতেও তাঁকে নেতৃত্বে রাখেনি বোর্ড। নির্বাচকরা বলেছিলেন, টেস্টের নেতা হিসেবেই কোহলিকে চান তাঁরা। তবে সেই টেস্টের অধিনায়কের পদও সম্প্রতি ছেড়ে দিয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা সকলকে জানিয়েছেন। তারপরেই ক্রিকেট মহল তোলপাড়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলি সম্পর্ক যে খুব একটা স্বস্তির নয় তা আগেও প্রকাশ্যে এসেছে। বিরাট টেস্টেরে অধিনায়কত্ব ছাড়ার সময় কারও দিকে আঙুল না তুললেও তাঁর অনুগামীরা অনেকেই মনে অরছেন হয়তো বিসিসিআই প্রেসিডেন্টই কোহলিকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছেন। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন শোয়েব আখতার। কী বলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস? সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, বিরাট অধিনায়কত্ব ছাড়েনি, ওকে তা করতে বাধ্য করা হয়েছে। ওর সময়টা ভাল যাচ্ছে না। তবে ওর কী যোগ্যতা সেটা ওকেই প্রমাণ করতে হবে। স্টিল না লোহা কী দিয়ে তৈরি বিরাট? ও একজন অত্যন্ত ভাল মানুষ, অসাধারণ খেলোয়াড়। খুব বেশি কিছু ভাবে না, শুধু নিজের খেলাটা দেখায়। বিরাটের যা নজির আছে পৃথিবীতে আর কারও তা নেই। এখন ওর উচিত শুধু নিজের খেলা খেলে যাওয়া, প্রমাণ করে দেওয়া। এই কঠিন সময় থেকে বিরাট কোহলি বেরিয়ে আসবেন খুব শিগগিরই, সেই আশাও প্রকাশ করেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, বিরাট যেন কারও উপর কোনও রাগ না পুষে রাখে। সকলকে ও ক্ষমা করে দিক, আর নিজের রাস্তায় এগিয়ে যাক। বিরাটের জায়গা কে নেবেন? কে হবেন ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক? শোয়েব আখতার সেই প্রশ্নের জবাবে বলেন, আমি নিশ্চিত এ ব্যাপারে বিসিসিআই খুব স্মার্ট আর সঠিক সিদ্ধান্তই নেবে।