বিরাট কোহলি
শেষ আপডেট: 10th February 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: অঙ্গদান করুন, প্রাণ বাঁচান। ভক্তদের উদ্দেশে এমনই বার্তা ছুড়ে দিলেন বিরাট কোহলি। আগামি পরশু, ১২ অক্টোবর, আমদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। সেই আবহে আইসিসির তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার বার্তাবাহক হিসেবে সামনে দাঁড়িয়েছেন বিরাট।
উদ্যোগের নাম ‘ডোনেট অর্গ্যান, সেভ লাইভস’। অর্থাৎ, নিজে অঙ্গদান করুন, অপরের প্রাণ বাঁচান। তামাম ক্রিকেট অনুরাগীরা যাতে মৃত্যুর পর দেহদান করতে অঙ্গীকারবদ্ধ হন, তা নিশ্চিত করতেই এই কর্মসূচি।
অঙ্গদান করলে প্রাণে বাঁচবেন মুমূর্ষুরা। বিরাট কোহলির পাশাপাশি আইসিসির চেয়ারম্যান জয় শাহও এই মর্মে সমর্থকদের উৎসাহিত করেছেন। তিনি বলেন, ‘তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করতে পেরে আমরা গর্বিত। খেলাধুলোই পারে মাঠের বাইরে সবাইকে অনুপ্রাণিত, ঐক্যবদ্ধ ও প্রাভবিত করতে। এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রত্যেক সমর্থককে এগিয়ে আসার অনুরোধ জানাই। যাতে তাঁরা মানুষকে সর্বশ্রেষ্ঠ উপহার—‘জীবন’—উপহার দিতে পারেন। আপনার একটিমাত্র সিদ্ধান্তই পারে অনেকের জীবন বাঁচাতে। তাই সবাই এগিয়ে এসে পরিবর্তনের সূচনা করুন।‘
???????????????????????? ????????????????????????, ???????????????? ???????????????????? ????????
— BCCI (@BCCI) February 10, 2025
Join the organ donation initiative on the 12th of February at the Narendra Modi Stadium in Ahmedabad! ????️
Pledge to donate your organs and make a difference!#TeamIndia | #DonateOrgansSaveLives | #INDvENG pic.twitter.com/NiG0YRE773
একই সুরে কোহলি বলেন, ‘জীবনের সেরা সেঞ্চুরি করে ফেলুন অঙ্গদান করে। আপনার এই সিদ্ধান্ত অন্যকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আজই অঙ্গদাতা হিসেবে নিজের নাম নথিভুক্ত করুন।‘