শেষ আপডেট: 29 November 2023 15:14
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির ছুটি আরও বাড়ছে। প্রাক্তন ভারত অধিনায়ক বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন। এমনিতেই বিশ্বকাপের পরে চলতি টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন না কোহলি। এমনকী তিনি দক্ষিণ আফ্রিকা সফরে টি ২০ সিরিজেও তাঁকে দেখা যাবে না।
কোহলি বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সপরিবারে। শুধু কোহলিই নন, রোহিত শর্মাও রয়েছেন লন্ডনে। তিনিও ছুটির মেজাজে রয়েছেন। কোহলি ছুটির মেয়াদ বাড়ানোর জন্য বিসিসিআই-কে ইমেল করেছেন। তাতে কিং কোহলি বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট খেলবেন না। খেলবেন দুটি টেস্ট ম্যাচের সিরিজে।
তিনি চান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও বিশ্রাম নিতে। টেস্ট সিরিজে অবশ্য খেলতে চাইছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ব্যাটার। যিনি মোট ৭৬৫ রান করেছেন মেগা টুর্নামেন্টে। প্রসঙ্গত, কোহলি শেষ ছুটি নিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে।
এমনিতেই টি ২০ সিরিজে রোহিত, কোহলি, বুমরারা খেলছেন না সাম্প্রতিককালে। কিন্তু সামনের বছর টি ২০ বিশ্বকাপে ওই মহাতারকাদের রেখেই দল সাজানো হবে। তাই বোর্ড চাইছিল, তার আগে যথাসম্ভব টি ২০ ক্রিকেট খেলুন কোহলিরা। যদিও এটাও ঠিক, আইপিএলে তাঁরা খেলবেন দু’মাস ধরে। তাই টি ২০ ক্রিকেটের ছন্দ তাঁরা ধরে রাখতেই পারবেন।