শেষ আপডেট: 9th March 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ের রবিবাসরীয় মহারণ। ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমেছে কিউয়িরা। তিন উইকেট খুইয়েও ফেলেছে তারা।
স্কোরবোর্ডে যত রানই উঠুক না কেন, তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা যে বিরাট কোহলি, একথা নিঃসন্দেহে বলা যায়। ভারতের জয়ের কাণ্ডারী হতে পারেন তিনি। সেই সঙ্গে ভাঙতে পারেন তিনটি রেকর্ড।
১. গেইলের রেকর্ড:
আজকের ম্যাচে ৪৬ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিস গেইলের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনারের ঝুলিতেই রয়েছে এই টুর্নামেন্টে সবেচেয়ে বেশি রানের নজির। ১৭ ম্যাচে তিনি করেছেন ৭৯১ রান। হাঁকিয়েছেন ৩টি শতরান ও ১টি অর্ধ-শতরান। কোহলি আপাতত দাঁড়িয়ে আছেন ৭৪৬ রানে। যদিও চলতি টুর্নামেন্টের সেমিফাইনালে করা ৮৪ রানের সুবাদে বিরাট ইতিমধ্যে ভেঙে ফেলেছেন শিখর ধবনের ৭০১ রানের রেকর্ড। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের নজির শিখরের দখলে ছিল।
২. বেক ডাকেটের রেকর্ড:
চলতি টুর্নামেন্টে ৪ ম্যাচ মিলিয়ে ২১৭ রান তুলেছেন বিরাট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে। একে ইংল্যান্ডের বেন ডাকেট। তাঁর ঝুলিতে ২২৭ রান। আজকের ম্যাচে আর ১১ রান করলে বিরাট-ই হবেন সবচেয়ে বেশি রানের মালিক।
৩. সাঙ্গাকারার রেকর্ড:
এবারের টুর্নামেন্টেই ১৪ হাজার রানের লিস্টে ঢুকে পড়েছেন। আপাতত ১৪,১৮০ রানের সুবাদে ওয়ান ডে-তে তিন নম্বরে রয়েছেন বিরাট। আজকে আর ৫৫ রান তুলতে পারলে ভেঙে ফেলবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার রেকর্ড (১৪,২৩৪ রান)। তালিকায় যিনি দু’নম্বরে রয়েছেন। সাঙ্গাকারার রেকর্ড ভাঙলে সামনে স্রেফ একটাই নাম—শচিন তেন্ডুলকর।