শেষ আপডেট: 31st January 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো : রনজি ট্রফিতে গত কয়েকদিন ধরেই আলোচনার শিরোনামে ছিলেন বিরাট কোহলি। আশা করা হয়েছিল, ঘরের মাঠে তিনি হয়ত রানের বন্য়া বইয়ে দেবেন। কিন্তু, সেই আশা আপাতত পূরণ হল না। রেলওয়েজের বিরুদ্ধে মাত্র ৬ রান করেই আউট হয়ে গেলেন কিং কোহলি। তাঁকে ক্লিন বোল্ড করে দেন হিমাংশু সাংওয়ান।
কোহলিকে দেখার জন্য বৃহস্পতিবারই (৩০ জানুয়ারি) গোটা স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আশা ছিল ম্যাচের প্রথমদিনই বিরাট ব্যাট করতে নামবেন। কিন্তু, দিনের শেষে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিতীয় দিন সকালবেলা যশ ধূল আউট হওয়ার পর কোহলি ব্যাট করতে নামলেন। তবে বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। ১৫ বল খেলে তাঁর ব্যাট থেকে মাত্র ৬ রান বেরিয়ে এসেছে। এরমধ্যে একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
২৮ ওভারে বল করতে এসেছিলেন হিমাংশু সাংওয়ান। অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন হিমাংশু। কোহলি বলটা ড্রাইভ করতে যান। কিন্তু, তাঁর ব্যাট এবং প্যাডের মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। সেখান দিয়ে বলটা গলে কোহলির অফ-স্টাম্প ছিটকে দেয়। এক মুহূর্তের জন্য গোটা মাঠ যেন চুপ করে যায়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। তবে এই উইকেটটা যে হিমাংশুর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে বিরাট কোহলির জঘন্য় ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া, কোহলির ব্যাট থেকে আর কোনও বড় রান দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয় যে বিরাট যেন রনজিতে খেলতে নামেন। আশা ছিল, ঘরোয়া ক্রিকেটে তিনি যদি রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটেও হারানো আত্মবিশ্বাসটা ফিরে আসবে। সামনেই আবার রয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র এই মেগা ইভেন্টের আগে বিরাটের ব্যাটে রান অত্যন্ত জরুরি। কিন্তু, আসমুদ্রহিমাচলের সেই প্রত্যাশা বিরাট আপাতত পূরণ করতে পারলেন না। দ্বিতীয় ইনিংসে তিনি রানের স্রোতে গা ভাসাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।