শেষ আপডেট: 5th March 2025 00:28
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করলেন। রোহিত শর্মা এবং শুভমান গিল দ্রুত আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া যথেষ্ট চাপের মুখে পড়েছিল। সেই চাপ থেকে বিরাট ভারতীয় ক্রিকেট দলকে শুধুমাত্র মুক্ত করলেন না, পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডবুকে আরও একটি পালক যোগ করলেন তিনি। সেইসঙ্গে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি বিশেষ ক্লাবে নাম লেখালেন কিং কোহলি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ২৬৪ রানে তারা অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে দ্রুত আউট হয়ে যান টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে তিনি টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করলেন। শেষপর্যন্ত ভারত এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করল। আর বিরাটের নামের পাশে একটি বিশেষ রেকর্ড ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রইল।
আসলে, ওয়ানডে ফরম্যাটে রান তাড়া করতে নেমে কোহলি দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। কোহলি ছাড়া একমাত্র সচিন তেন্ডুলকরই টার্গেট তাড়া করতে নেমে ৮ হাজার রানের কৃতিত্ব অর্জন করেছেন। পাশাপাশি আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে বিরাট পঞ্চম অর্ধশতরান পূরণ করলেন। এই পরিসংখ্যানে অবশ্য এখনও সচিন এগিয়ে রয়েছেন। ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ঈশ্বর নকআউট পর্বে ৬ হাফসেঞ্চুরি করেছেন।
সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি আইসিসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২৪ হাফসেঞ্চুরি করেছেন। সচিন তেন্ডুলকরের ২৩ হাফসেঞ্চুরির রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই নিয়ে টানা তৃতীয়বার সেমিফাইনাল ম্যাচে বিরাট হাফসেঞ্চুরি হাঁকালেন। ইতিপূর্বে, ২০১৩ এবং ২০১৭ সালে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৫০ করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট এই নিয়ে সপ্তম অর্ধশতরান করলেন। এই পরিসংখ্যানে তিনি শিখর ধাওয়ান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেক্কা দিয়েছেন। পাশাপাশি কিং কোহলি আইসিসি নকআউট ম্যাচে ১,০০০ রান পূরণ করলেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট এই কৃতিত্ব অর্জন করেছেন।