কোথায় আলাদা ব্যাটসম্যান বিরাট? বিশ্লেষণে নাসের বলেন, ‘কোহলি অবিশ্বাস্য ক্রিকেটার। ও টিম ইন্ডিয়াকে এক নম্বর জায়গায় নিয়ে গিয়েছিল। সেই স্থান ধরে রেখেছিল ৪২ মাস ধরে। ভারতীয় দলের খেলার ধরনই বদলে ফেলে বিরাট।‘
নাসের হুসেন-বিরাট কোহলি
শেষ আপডেট: 15 May 2025 09:12
দ্য ওয়াল ব্যুরো: বরাবরের ‘উইনার’ তিনি। মাঠে নেমেছেন ম্যাচ জিততে। প্রথমে নামলে শতরান হাঁকিয়ে দলের পাহাড়প্রমাণ রান তুলতে চেয়েছেন। পরে নামলে রান তাড়া করে একা হাতে হলেও ম্যাচ জিতে ডাগ আউটে ফিরেছেন। এর সঙ্গে আপোসে নারাজ কিং কোহলি। সাম্প্রতিক সময়ে সেভাবে ছন্দে ছিলেন না। ফেলে এসেছেন টপ ফর্ম। তাই কি সরে দাঁড়ালেন টেস্ট থেকে?
বিরাটের অবসর জল্পনার (Virat Kohli) মধ্যে অনেকে যখন চক্রান্তের গন্ধ পাচ্ছেন, কেউ কেউ অধিনায়কত্বের প্রস্তাব খারিজের তত্ত্ব দাঁড় করিয়েছেন, সেখানে দাঁড়িয়ে বিরাটের ক্রিকেটার হিসেবে আত্মিক সংকটকে কারণ হিসেবে সামনে আনলেন ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain)।
গতকাল মাইকেল ভন (Michael Vaughan) অকুণ্ঠ গলায় কুর্নিশ জানান কোহলিকে। টেস্ট ক্রিকেটে অবদানের বিষয়টিও নজরে আনেন। এবার ভনের সুরে সুর মেলালেন তাঁর-ই পূর্বসূরী নাসের। বললেন, ‘গত ১৪ বছর ধরে আমি বিরাটের ভক্ত। পরিসংখ্যানই ওর হয়ে কথা বলে। কিন্তু বিরাট এসবের ঊর্ধ্বে। দ্যুতি, আগ্রাসন, প্যাশন অতুলনীয়। আমরা ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিনি। ক্রিকেট ওদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দলের পারফরম্যান্স ভারতীয়রা দলের অধিনায়কের মধ্যে দেখতে চায়। কোহলি ছাড়া এই প্যাশন আর কেউ দেখাতে পারেনি।‘
কোথায় আলাদা ব্যাটসম্যান বিরাট? বিশ্লেষণে নাসের বলেন, ‘কোহলি অবিশ্বাস্য ক্রিকেটার। ও টিম ইন্ডিয়াকে এক নম্বর জায়গায় নিয়ে গিয়েছিল। সেই স্থান ধরে রেখেছিল ৪২ মাস ধরে। ভারতীয় দলের খেলার ধরনই বদলে ফেলে বিরাট।‘
রোহিতকে দলে রাখা-না রাখা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও বিরাটকে নিয়ে তেমন উচ্চবাচ্য শুরু হয়নি। কিন্তু তা সত্ত্বেও কেন স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি? এর ব্যাখ্যায় নাসের বলেছেন, ‘বিরাট একজন উইনার। যে কোনও লড়াইয়ের অন্তিম ফলাফল হিসেবে জয়কেই দেখতে চায়। আর সেটা অর্জনের জন্য ও লেগে থাকে। কোহলির পুরোটা জুড়েই জয়। কেন ও রান তাড়া করায় এতটা সফল? আসলে ফর্মে একশো শতাংশ না থাকলে বিরাট মাঠে নামে না। শুধু নিজের সেরাটাই দিয়ে ক্ষান্ত নয়। হয়তো এটা ওর অবসরের সিদ্ধান্ত গ্রহণের একটা কারণ। আসলে কোহলি একজন সাধারণ ক্রিকেটার হিসেবে বাঁচতে নারাজ। এদিক-ওদিক অল্পস্বল্প ছাপ ছেড়ে যায় না। ভারত যে এখন অপ্রতিরোধ্য শক্তি, তার আড়ালে রয়েছে বিরাট কোহলি।‘