শেষ আপডেট: 4th February 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ফর্মটা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে তিনি যারপরনাই খারাপ পারফরম্যান্স করেছিলেন। এরপর রঞ্জি ট্রফিতেও তাঁর ব্যাটে রানের খরা দেখতে পাওয়া গিয়েছিল। মাত্র ৬ রান করে তিনি আউট হয়ে যান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বিরাট আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। এই সিরিজে বিরাটের সামনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে বরাবরই জ্বলে ওঠেন কোহলি। এই পরিস্থিতিতে বিরাট নিজের হারানো ফর্ম আবারও ফিরে পাওয়ার আশায় মাঠে নামবেন।
আসলে, ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৫ ম্যাচে ২৮৩ ইনিংস খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩, ৯০৬ রান বেরিয়ে এসেছে। এই ফরম্যাটে বিরাট কোহলির ১৪ হাজার রান পূরণ করার জন্য আর ৯৪ রান করতে হবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলি যদি আর ৯৪ রান করতে পারেন, তাহলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ১৪ হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
তবে এই সাফল্যের শৃঙ্গ স্পর্শ করার জন্য সচিন ৩৫০ ইনিংস খেলেছেন। অন্যদিকে সঙ্গকারা খেলেছেন ৩৭৮ ইনিংস। সেকারণে কোহলির সামনে এই তালিকায় শীর্ষস্থান অর্জন করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পাশাপাশি ৫০ ওভারের ফরম্যাটে ১৪ হাজার রান করার তালিকায় তৃতীয় স্থানও তিনি অর্জন করবেন। ওয়ানডে ক্রিকেটে সবথেকে দ্রুত ১০ এবং ১১ হাজার রান পূরণ করার রেকর্ডে কিং কোহলি ইতিমধ্যে শীর্ষস্থান দখল করেছেন।
গত বছর ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি নিজের সেরা ফর্মে ছিলেন না। ২০২৪ সালে তিনি মাত্র তিনটেই ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ১৯-এর ব্যাটিং গড়ে মাত্র ৫৮ রান করেছেন। সেঞ্চুরি তো দুরের কথা, একটা হাফসেঞ্চুরিও তিনি করতে পারেননি। যদিও ২০২৩ সালে বিরাটের ব্যাট থেকে যথেষ্ট গর্জন শুনতে পাওয়া গিয়েছিল। ২৪ ইনিংসে তিনি ৭২.৪৭ ব্যাটিং গড়ে মোট ১,৩৭৭ রান করেছিলেন। ইতিমধ্যে কিং কোহলির ব্যাট থেকে ৬ শতরান এবং ৮ হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছিল। ওয়ানডে ক্রিকেটে বিরাটই একমাত্র ব্যাটার যিনি সেঞ্চুরির হাফসেঞ্চুরি করেছেন। ২০২৩ বিশ্বকাপে তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড চুরমার করে এক অনন্য ইতিহাস কায়েম করেছিলেন।