শেষ আপডেট: 28th January 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো : প্রায় ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে কামব্যাক করছেন বিরাট কোহলি। আগামী ৩০ জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম রেলওয়ে ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে বিরাট কোহলি খেলতে নামবেন। সবথেকে বড় কথা, এই ম্যাচের লাইভ স্ট্রিমিংও করা হবে। বিরাট ছাড়াও ক্রিকেট সমর্থকরাও এই ম্যাচ উপভোগ করতে পারেন।
অনেক বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বিরাট কোহলি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া গিয়েছিল। আশা করা হচ্ছে, রঞ্জিতে বিরাটের সেই হারানো ফর্ম আবারও ফিরে আসবে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি রানের বন্যা ছোটাবেন। রঞ্জিতে বিরাট কোহলির পারফরম্যান্স ফ্যানেরাও দেখতে চান। আর সেকারণেই আগামী ৩০ জানুয়ারি থেকে আয়োজিত এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হবে। এই ম্যাচের সরাসরি সম্প্রচার জিও সিনেমায় করা হবে।
প্রশ্ন এখন একটাই। রেলওয়ের বিরুদ্ধে আয়োজিত এই ম্যাচে বিরাট কোহলি কত নম্বরে ব্যাট করতে নামবেন। আশা করা হচ্ছে, এই ম্যাচে বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন। টেস্ট ক্রিকেটেও বিরাট এই চার নম্বরেই ব্যাট করতে নামেন। আর সেকারণে রেলওয়ের বিরুদ্ধেও তিনি ৪ নম্বরেই ব্যাট করতে নামতে পারেন।
বিরাট কোহলি ২০১২ সালে দিল্লির হয়ে শেষবার রঞ্জি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদে আয়োজিত ওই ম্যাচে উত্তরপ্রদেশ ৬ উইকেটে দিল্লিকে হারিয়ে দিয়েছিল। ওই ম্যাচের প্রথম ইনিংসে বিরাট ১৪ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে তাঁর চওড়া ব্যাট থেকে ৪৩ রান বেরিয়ে আসে।