শেষ আপডেট: 7th March 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট জিততে পারলেই ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়া আইসিসি খেতাবের খরা কাটাতে পারবে। ২০১৩ সালে শেষবার জিতেছিল টিম ইন্ডিয়া। মজার ব্যাপার, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষবার জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি। তারপর কেটে গিয়েছে ১২ বছর। ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাট।
একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বিরাট কোহলি মোট ৪ বার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন। এই চারটে ম্যাচে তিনি মোট ১৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৪.২৫। একটি হাফসেঞ্চুরি তাঁর নামের পাশে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জোড়া ফাইনাল ম্যাচে সর্বাধিক রানের মালিক হওয়ার হাতছানি তাঁর সামনে রয়েছে। আর ৫ রান করতে পারলেই সেই রেকর্ডটি তিনি কায়েম করতে পারবেন।
এই তালিকায় সর্বাগ্রে নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি গোটা কেরিয়ারে মোট ৪ বার আইসিসি ওডিআই ইভেন্টের ফাইনাল খেলেছেন। ব্যাট হাতে দুই ইনিংসে তিনি ১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৭০.৫। এছাড়া তাঁর ঝুলিতে একটি শতরান রয়েছে।
এই তালিকায় সবার উপরে নাম রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের। তিনি নিজের বর্ণাঢ্য কেরিয়ারে মোট ৪ বার ফাইনাল খেলেছেন। অজি ব্রিগেডের এই বাঁ-হাতি ওপেনার ৬৫.৫ ব্যাটিং গড়ে মোট ২৬২ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১৩২.৯৯। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি এবং একটি শতরান রয়েছে। সেরা পাঁচের তালিকায় ঢুকতে গেলে কিং কোহলিকে আরও ৪০ রান করতে হবে। আর একটা সেঞ্চুরি করতে পারলেই তিনি সেরা তিনে উঠে আসবে। যদি টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রান করতে পারেন, তাহলেই গিলক্রিস্টের রেকর্ড তিনি ভেঙে ফেলবেন।