শেষ আপডেট: 4th February 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। আগামী মরশুমের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে কোমর বাঁধতে সুরু করেছে। প্রত্যেকটা দলের একাধিক পরিবর্তন করা হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর আপাতত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকেই রয়েছে। গত ১৭ বছর ধরে এই দলটা একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। আসন্ন মরশুমের জন্য এই ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করেনি। আশা করা হচ্ছে, বিরাট কোহলিকে আগামী মরশুমে আরসিবি অধিনায়ক করা হতে পাকে। দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে একাধিক প্রশ্নের জবাব ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া হল।
২০২৫ আইপিএল মেগা অকশনে আরসিবি নিজের অধিনায়ক নিয়ে কোনও বাজি ধরেনি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, আগামী মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদে আবারও বিরাট কোহলিকে দেখা যেতে পারে। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির সিওও রাজেশ মেননকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। স্পোর্টস তককে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, 'এখনও পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদের দলে ৪-৫ অধিনায়ক রয়েছেন। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আলোচনা করা হয়নি। আলোচনার পরই আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।'
বিরাট কোহলি অনেক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে আরসিবি ১৪৩ ম্যাচে মোট ৬৬ ম্যাচ জয়লাভ করেছে। অন্যদিকে, ৭০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে।
২০২৫ আইপিএল নিলামে যে ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, সেই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির সিওও রাজেশ মেনন বললেন, 'আমাদের দলে দুর্বলতা কোথায় ছিল, সেটা আমরা আগে থেকেই জানতাম। আমাদের প্রয়োজনটা আসলে কী, সেই ব্যাপারেও আমরা যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম। সেকারণে ভারতীয় ক্রিকেটারদের হাতে রেখে দল তৈরি করেছি। যদি এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলতে হয়, তাহলে জোরে বোলার দলে রাখতেই হবে। আমরা দলের জন্য সেই কাজটাই করেছি।'
২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলছেন বিরাট কোহলি। বেশ কয়েকবছর তিনি এই দলের নেতৃত্বভারও সামলেছেন। কিন্তু, রান মেশিন একবারও দলকে খেতাব জেতাতে পারেননি।