শেষ আপডেট: 3rd March 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহসিন খান টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা শুনে সকলেই কার্যত অবাক হয়ে গিয়েছেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। ইতিমধ্যে বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে তুলনা টানেন তিনি। মহসিন খান স্পষ্ট জানিয়েছেন, বাবরের সঙ্গে বিরাট কোহলির কোনও তুলনাই চলে না। আরও এক কদম এগিয়ে তিনি টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটারকে 'জিরো' বলেও কটাক্ষ করেন।
এআরওয়াই নিউজকে মহসিন খান বললেন, 'সবার আগে আপনাকে একটা কথা বলতে চাই যে বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কোনও তুলনাই চলে না। কোহলি একেবারে জিরো। বিরাট না বাবর, সেরা ক্রিকেটার কে, সেই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে না। আমরা পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলছি। পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ আর নেই বললেই চলে। আমাদের আসলে কোনও পরিকল্পনাই নেই, না আছে কোনও রণনীতি। আমাদের ক্রিকেট খেলার কোনও যোগ্যতা নেই। এই ব্যাপারে কাউকে জবাবদিহিও করতে হয় না।'
এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছে। আশা করা হয়েছিল, ঘরের মাটিতে মেন ইন গ্রিন ভাল পারফরম্যান্স করতে পারবে। কিন্তু, গ্রুপ পর্বে তারা নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলা যেতেই পারে যে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। এই টুর্নামেন্টে তিনি মাত্র ৮৭ রান করেছেন। এরমধ্যে ভারতের বিরুদ্ধে তিনি ২৩ রান করেন। এমন পারফরম্যান্সের পর মহসিন খান কীভাবে বাবরকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবার কিং কোহলির পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যাক। পাকিস্তানের বিরুদ্ধে কোহলি দুর্দান্ত একটি শতরান করেন এবং টিম ইন্ডিয়াকে জেতান। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিরাটের ব্যাটে তেমন রান দেখতে পাওয়া যায়নি। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি জ্বলে ওঠেন এবং অপরাজিত ১০০ রান করেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৬৬.৫০ ব্যাটিং গড়ে মোট ১৩৩ রান করেছেন।