শেষ আপডেট: 10th March 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়াচ্ছে। গত রবিবার (২ মার্চ) তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দেয়। বিশেষ করে টিম ইন্ডিয়ার স্পিন বোলারদের সামনে কিউয়ি ব্যাটাররা নতিস্বীকার করেন। তবে ব্যতিক্রমী পারফরম্যান্স করলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও শেষপর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি। অক্ষর প্যাটেলের একটি ডেলিভারিতে আউট হয়ে ফিরতে হয় উইলিয়ামসনকে। কেএল রাহুল তাঁকে সহজ স্টাম্প আউট করেন।
একটা সময় কেন উইলিয়ামসন যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড হয়ত সহজেই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেবে। কিন্তু, ঠিক তখনই অক্ষর প্যাটেল উইলিয়ামসনের উইকেট শিকার করে টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দেয়। আর সেইসঙ্গে চোখের নিমেষে গোটা ম্যাচের রং বদলে যায়। এরপর বিরাট কোহলি মাঠের মধ্যে দুষ্টুমি করতে শুরু করেন। মজা করে তিনি অক্ষর প্যাটেলের পা ছুঁতে আসেন।
যদিও বিরাট তাঁর পা স্পর্শ করার আগেই আটকে দেন অক্ষর। দুজনেই পিচের উপর বসে পড়েন। এই মজার ভিডিওটি দেখতে না দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অক্ষর প্যাটেল এই ম্যাচে অসাধারণ বল করেন। তিনি ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন।
Kohli touching Axar Patel's feet after he got Williamson out ????????#INDvsNZ #INDvsAUS #ViratKohli pic.twitter.com/dhn94WhzEq
— RAJAT (@ReheRajat) March 2, 2025
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি দলের সামনে জয়ের জন্য ২৫০ রানের টার্গেট দেয়। এই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২০৫ রানেই অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৮১ রান করেন উইলিয়ামসন। তিনি ১২০ বল খেলেছেন।