শেষ আপডেট: 8th March 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে মহাবিপদে পড়ল ভারতীয় ক্রিকেট দল। চোট পেয়েছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। জানা গিয়েছে, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে অন্তিম অনুশীলন করছিল টিম ইন্ডিয়া। সেইসময় হাঁটুর ঠিক তলায় চোট পান কোহলি।
জিও নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন কোহলি। সেইসময় আচমকা হাঁটুর নীচে চোট পান কোহলি। এই চোটের কাারণে বেশ খানিকক্ষণ অনুশীলন বন্ধ রাখতে হয়।
বিরাট চোট পেতেই টিম ইন্ডিয়ার মেডিক্যাল টিম মাঠের মধ্যে দৌড়ে আসে। তাঁর হাঁটুতে পেইন রিলিফ স্প্রে করা হয়। তারপর পায়ে বেঁধে দেওয়া হয় একটা মোটা ব্যান্ডেজ। আপাতদৃষ্টিতে দেখে মনে হয়েছে যে বিরাটের চোট অতটাও গুরুতর নয়। কারণ মাঠ ছেড়ে বেরিয়ে যাননি তিনি। অনুশীলন শেষ হওয়া পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন।
পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলের এক কোচিং স্টাফ জানিয়েছেন যে কিং কোহলির চোট একেবারে গুরুতর নয়। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচের আগে উনি ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারবেন।
এই টুর্নামেন্টে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছেন। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পাশাপাশি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন। কীভাবে রান তাড়া করতে একটা দলকে জেতাতে হয়, সেটা খুব ভাল করেই জানেন বিরাট।
ফাইনালে যদি কোহলি একান্ত না খেলতে পারেন, তাহলে হয়ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ঋষভ পন্থকে দেখা যাবে। এই টুর্নামেন্টে ঋষভ এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলেননি। শেষপর্যন্ত ফাইনাল ম্যাচের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই দেখার।