শেষ আপডেট: 1st February 2025 10:09
দ্য ওয়াল ব্যুরো : চলতি রনজি ট্রফিতে রেলওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে দিল্লি ক্রিকেট দল। অরুণ জেটলি স্টেডিয়ামে এই দুটো দলের মধ্যে ম্যাচ আয়োজন করা হচ্ছে। সবথেকে বড় কথা, এই ম্য়াচে খেলছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। আসলে, দীর্ঘদিন পর আবারও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট খেলতে নেমেছেন কিং কোহলি। সেকারণে দর্শকদের উন্মাদনা একেবারে চোখে পড়ার মতো ছিল।
কিন্তু, আপনারা কি জানেন যে এক একটা রঞ্জি ম্য়াচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কত টাকা করে পান? আপনারা হয়ত শুনলে অবাকই হবেন যে রেলওয়ের বিরুদ্ধে এই রঞ্জি ম্য়াচ খেলার জন্য বিরাট কোহলি ৫০ হাজার টাকা পাবেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে ক্রিকেটাররা ২০-৪০ রঞ্জি ম্য়াচ খেলে ফেলেছেন তাঁদের ম্য়াচ প্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৪ ম্যাচে ১,৫৫৩ রান করেছেন। অর্থাৎ, চলতি ম্য়াচ থেকে কিং কোহলি ৫০,০০০ টাকা উপার্জন করবেন।
যদিও ভারতের এ+ গ্রেডের ক্রিকেটাররা এক একটা টেস্ট ম্য়াচ খেলে যে টাকা উপার্জন করেন, সেই তুলনায় রঞ্জির আর্থিক অঙ্কটা অনেকটাই কম। বিরাট কোহলি ভারতের এ+ গ্রেডের ক্রিকেটার। বিসিসিআই-এর আর্থিক চুক্তি অনুসারে তিনি প্রতি বছর ৭ কোটি টাকা উপার্জন করেন। সেক্ষেত্রে টেস্ট ম্য়াচ প্রতি তাঁকে ১৫ লাখ টাকা করে দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রায় ১৩ বছর পর আবারও রঞ্জি ট্রফিতে কামব্যাক করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিং দেখার জন্য স্টেডিয়ামে সমর্থকদের ভিড় কার্যত উপচে পড়েছিল। কিন্তু, সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি কিং কোহলি। মাত্র ৬ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। বিরাটকে ক্লিন বোল্ড করেন হিমাংশু সাংওয়ান।