শেষ আপডেট: 16th March 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: আগে খবরের শিরোনামে থাকতেন মাঠে দেখানো ঔদ্ধত্যের কারণে। আজকাল থাকেন ঔদ্ধত্য না দেখানোর জন্য। বিষয় যাই হোক, বিরাটকে নিয়ে চর্চায় থেকেছে তাঁর আগ্রাসন। এবার এই নিয়ে প্রশ্ন করা হলে কোহলি জানালেন, তাঁর ব্যক্তিত্বই এমন যে, সবকিছুতে মাত্রাছাড়া হয়ে পড়েন। এই প্রবণতা ছেড়ে বেরোতে পারেন না কিছুতেই।
আইপিএল শুরু হতে চলেছে। তার আগে গত শুক্র ও শনিবার একটি আলোচনা সভার আয়োজন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট নামে ওই অধিবেশনে নিজের কেরিয়ার থেকে ব্যক্তিত্ব, আইপিএল ভবিষ্যৎ থেকে বিসিসিআইয়ের জারি করা ফরমান—একাধিক ইস্যুতে খোলামেলা আলোচনা করেছেন কোহলি৷
তখনই প্রশ্ন ওঠে তাঁর আগ্রাসন নিয়ে৷ উল্লেখ্য, বর্ডার-গাভাসকার ট্রফিতে রান না মিললেও মাঠের বেশ কিছু আচরণ নিয়ে আলোচনায় ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা। সেটা নবাগত অজি ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়া হতে পারে। হতে পারে ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির অনুষঙ্গ টেনে দর্শকদের প্ররোচিত করার কৌশল। মাঠে, মাঠের বাইরে একাধিক ইস্যুতে চর্চার কেন্দ্রে রয়ে যান বিরাট। কিন্তু তারপর সেভাবে আগ্রাসী মেজাজে ধরা দেননি তিনি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তুলনায় ম্রিয়মাণ দেখিয়েছে তাঁকে। এর কারণ কী?
খোলসা করতে গিয়ে বিরাট বলেন, ‘সত্যি বলতে আমি জানি না, কী করা উচিত। আগে আমার আগ্রাসন নিয়ে সমস্যা ছিল। এখন স্থৈর্য নিয়ে মাথাব্যথা হচ্ছে৷ আমার কোনও ধারণাই নেই এই বিষয়ে। তাই আমি এসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি।’
এরপরই আগ্রাসী মনোভাবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে যোগ করেন, ‘আমি যে ধরনের মানুষ, যেমন ব্যক্তিত্ব, হ্যাঁ, মাত্রাছাড়া হওয়াটা আমার স্বাভাবিক প্রবণতা। আর এটা কোনওদিন লুকোইনি। সবসময় দেখানো হয়তো ঠিক হয়নি। কিন্তু আমি একটা দায়িত্ব থেকেই এটা করেছি। চেয়েছি যাতে দল জেতে। তাই আপনি দেখবেন টানটান পরিস্থিতিতে উইকেট নেওয়ার পর আমি উচ্ছ্বাসে ফেটে পড়েছি। কারণ, সেই মুহূর্তে আমার মনে হয়েছে উল্লাস এটাই হওয়া উচিত৷ আর আমি তাই করেছি।’
কিন্তু সেই বাঁধভাঙা উৎসাহে কি ইদানীং একটু হলেও ভাটা পড়েছে? মানতে নারাজ কোহলি। বললেন, ‘আমার প্রতিদ্বন্দ্বিতার মানসিকতায় ঘাটতি পড়েনি৷ আপনি আচরণে না দেখিয়েও মনে মনে একই রকম আগ্রাসী হতে পারেন। আগে হতাশা থেকে আমি মাঝেমধ্যে উল্লাসে ফেটে পড়তাম। এটা ঠিক নয়। আর এর জন্য আমি আজকাল আনন্দও অনুভব করি না।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২১৮ রান করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দু'নম্বরে টুর্নামেন্ট শেষ করেছেন কোহলি৷ পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পাশাপাশি রয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ-জেতানো ৮৪ রানের ঝলমলে ইনিংস। এবার পাখির চোখ আইপিএলে। আরসিবিকে প্রথমবারের জন্য খেতাব জেতাতে পারবেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক। সকলের নজর আপাতত সেদিকেই।