শেষ আপডেট: 31st January 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, রনজি ট্রফিতে বিরাট কোহলি তাঁর হারানো ব্যাটিং ফর্ম হয়ত আরও একবার খুঁজে পাবেন। কিন্তু, সেই আশায় জল ঢেলে দিলেন কোহলি নিজেই। রেলওয়ের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে বিরাট কোহলি একেবারে নজর কাড়তে পারলেন না। হিমাংশু সাংওয়ান তাঁকে আউট করে দেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে শতরান করার পর থেকেই বিরাট কোহলির ব্যাটিংয়ে কার্যত শনির দশা শুরু হয়েছে। হারানো ফর্ম ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। কিন্তু, কিছুতেই কিছু লাভ হচ্ছে না। এমনকী, রানের স্রোতে ফেরার জন্য রনজি ট্রফিতেও কামব্যাক করলেন তিনি। কিন্তু, এই ঘরোয়া টুর্নামেন্টেও বিরাটের ব্যাট কার্যত নীরবই রইল। ১৫ বল খেলে মাত্র ৬ রান করলেন তিনি। ২৮ ওভারের চতুর্থ বলে হিমাংশু সাংওয়ান তাঁকে ক্লিন বোল্ড করে দেন। যদিও বিরাটের ব্যাট থেকে একটি বাউন্ডারি দেখতে পাওয়া গিয়েছে।
What a shot Virat Kohli ????????
— Rohan???? (@rohann__18) January 31, 2025
Bowled????????????
pic.twitter.com/mB1BxFE5UH
ভিডিওয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন হিমাংশু। কোহলি বলটা ড্রাইভ করতে যান। কিন্তু, তাঁর ব্যাট এবং প্যাডের মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। সেখান দিয়ে বলটা গলে কোহলির অফ-স্টাম্প ছিটকে দেয়। এক মুহূর্তের জন্য গোটা মাঠ যেন চুপ করে যায়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। তবে এই উইকেটটা যে হিমাংশুর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা ছাড়া চলতি রনজি ট্রফিতে টিম ইন্ডিয়ার আর কোনও ব্যাটারই নজর কাড়তে পাারেননি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দুই ইনিংসে যথাক্রমে ৩ এবং ২৮ রান করে আউট হয়ে যান।
পাশাপাশি এই ম্যাচে যশস্বী জয়সওয়াল ৪ এবং ২৬ রান করতে পারেন। এর পাশাপাশি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ঋষভ পন্থ প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেছিলেন। এরপর কোহলিও দিল্লির হয়ে খেলতে নেমে একেবারে নজর কাড়তে পারলেন না। মাত্র ৬ রান করেই তিনি আউট হয়ে যান।
প্রায় ১৩ বছর পর ফের রনজি ট্রফিতে কামব্যাক করেছিলেন বিরাট কোহলি। ২০১২ সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে তিনি শেষবার খেলতে নেমেছিলেন। ওই ম্যাচটি গাজিয়াবাদে আয়োজন করা হয়েছিল।