শেষ আপডেট: 20th January 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের টুর্নামেন্ট পাকিস্তান আয়োজন করলেও, ভারতীয় ক্রিকেট দল কিন্তু হাইব্রিড মডেলে খেলবে। টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হবে। এই ম্যাচে প্রত্যেকের নজরই বিরাট কোহলির উপর থাকবে। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বিরাটের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া গেলেও, একদিনের ক্রিকেটে তিনি বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন। ইতিমধ্যে তাঁর নামের পাশে এক নয়া রেকর্ড অপেক্ষা করছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলির নামও এই স্কোয়াডে রাখা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের সামনে এক অনন্য রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইলের দখলে। তিনি মোট ৭৯১ রান করেছেন। অন্যদিকে বিরাট কোহলি ৫২৯ রান করে এই তালিকায় ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। যদি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ২৬৩ রান করতে পারেন, তাহলে এই রেকর্ডটাও তিনি নিজের দখলে করতে পারবেন।
বিরাট কোহলি এখনও পর্যন্ত ২০০৯, ২০১৩ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি ১৩ ম্যাচের ১২ ইনিংসে ৫২৯ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৮৮.১৬। পাশাপাশি স্ট্রাইক রেট ৯২.৩২। তবে বিরাট কোহলি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও শতরান করতে পারেননি। যদিও তিনি পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন।
ক্রিস গেইল | ৭৯১ রান |
মাহেলা জয়বর্ধনে | ৭৪২ রান |
শিখর ধাওয়ান | ৭০১ রান |
কুমার সঙ্গকারা | ৬৮৩ রান |
সৌরভ গঙ্গোপাধ্যায় | ৬৬৫ রান |
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।