শেষ আপডেট: 1st March 2025 23:05
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বড় সুপারস্টার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পাশাপাশি আবারও সেই চেনা ফর্মে কামব্যাক করেছেন। আশা করা হচ্ছে, আগামী ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের এই ব্যাটিং ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আগামী ২ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলি এক নয়া ইতিহাস কায়েম করতে মাঠে নামবেন। এই ম্যাচে কোহলির সামনে মোট সাতটি বড় রেকর্ড করার সুযোগ রয়েছে।
ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৯ ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলে তিনি ওয়ানডে কেরিয়ারে ম্যাচের ট্রিপল সেঞ্চুরি করবেন। পাশাপাশি ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে বিরাট ৩০০ ওয়ানডে ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন। কোহলির আগে এই নজির কায়েম করেছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দিন। এঁরা প্রত্যেকেই ৩০০ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন।
সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি আগামী ম্যাচে ৩৬ রান করলেই টিম ইন্ডিয়ার ৩ নম্বর ব্যাটার হিসেবে ১২ হাজার রান পূরণ করবেন। বর্তমান সময়ে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৩২ ইনিংসে মোট ১১,৯৬৪ রান করেছেন। কোহলি তিন নম্বরে নেমে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি এবং বীরেন্দ্র সেহওয়াগ এখনও পর্যন্ত ৬ সেঞ্চুরি করেছেন। আগামী ২ মার্চ কোহলি সপ্তম শতরান হাঁকিয়ে সেহওয়াগকে টপকে যেতে পারেন। এর পাশাপাশি বিরাট কোহলি এখনও পর্যন্ত সাদা বলের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টে ২৩ হাফসেঞ্চুরি করেছেন। এই তালিকায় সচিন তেন্ডুলকরের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি।
কিং কোহলি দুবাইয়ে যদি আর একটা হাফসেঞ্চুরি করতে পারেন, তাহলেই সচিনকে তিনি টেক্কা দিতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় বিরাট আপাতত সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছেন। আর ১৪১ রান করতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রানের তালিকায় শীর্ষস্থানে উঠে আসবেন। বর্তমানে কোহলি ৬৫১ রান করেছেন। আর শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছেন ক্রিস গেইল (৭৯১ রান)।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি এখনও পর্যন্ত ৬ হাফসেঞ্চুরি করেছেন। কোহলি ছাড়া শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ও ছ'টি করে অর্ধশতরান করেন। এই পরিস্থিতিতে ২ মার্চ আরও একটা হাফসেঞ্চুরি করতে পারলে, বিরাট এই তালিকায় শীর্ষে উঠে আসবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত একবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামেননি। ২ মার্চ তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার খেলতে নামবেন। আর সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি ভিন্ন দলের সঙ্গে বিরাট খেলার কৃতিত্ব অর্জন করবেন।