শেষ আপডেট: 6th March 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: বড় খেলোয়াড়রা সবসময় বড় মঞ্চে পারফর্ম করতে চান। কঠিন পরিস্থিতি থেকে দলকে যদি একা হাতে উদ্ধার করতে পারেন, তাহলেই তাঁকে তারকার আসনে বসানো হয়। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন। এমনকী, অনেকে তো আবার কিং কোহলিকে অবসর গ্রহণের পরামর্শও দিয়ে ফেলেছিলেন। কিন্তু, মাত্র ২ ম্যাচেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শতরানের ইনিংস এককথায় অসাধারণ ছিল। কিন্তু, অস্ট্রেলিয়াকে যেভাবে তিনি দুরমুশ করলেন, তা এককথায় লা-জবাব। কোহলির ব্যাটিং দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা অন্তত এই ভরসা পাচ্ছেন যে টিম ইন্ডিয়া ট্রফি জেতার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচেও বিরাট কোহলির সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি বড় রেকর্ড চুরমার করার সুযোগ রয়েছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির ব্যাট কার্যত গর্জন করেছে। কিং কোহলির ব্যাটিংয়ে আপাতত সকলেই মুগ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ধামাকার পর, অস্ট্রেলিয়াকেও তিনি কার্যত গুঁড়িয়ে দিয়েছেন। সেমিফাইনাল ম্যাচে তিনি ৯৮ বলে ৮৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ইনিংসে কিং কোহলি মোট পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট যদি এই ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল নিশ্চিতভাবে ইতিহাস রচনা করবে।
আসলে, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড আপাতত ক্রিস গেইলের দখলেই রয়েছে। গেইল ১৭ ম্যাচে ৫২-র গড়ে মোট ৭৯১ রান করেছেন। বিরাট আপাতত ইউনিভার্স বসের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন। কোহলি ১৬ ইনিংসে ৭৪৬ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। যদি ফাইনাল ম্যাচে তিনি আর ৪৬ রান করতে পারেন, তাহলে ক্রিস গেইলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করে ফেলবেন। উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৭২.৩৩ ব্য়াটিং গড়ে মোট ২১৭ রান করেছেন। বিরাটের ব্যাট থেকে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।