শেষ আপডেট: 18th October 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সেই সুবাদে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুর্দান্ত ব্যক্তিগত নজির গড়লেন তিনি। এক্ষেত্রে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের ৯ হাজার রানের মাইলফলক টপকালেন। আউট হওয়ার পর তাঁর টেস্টে ক্রিকেটে মোট রান ৯০১৭।
বিরাটের আগে ভারতীয়দের মধ্যে টেস্টে ৯০০০ রানের মাইলফলক টপকেছেন সচিন তেন্ডুল্কর (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) এবং সুনীল গাভাসকর (১০১২২)। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টেস্টে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় কোহলি রয়েছেন চার নম্বরে।
তৃতীয় উইকেটে সরফরাজ খানের সঙ্গে ১৬৩ বলে ১৩৬ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। নিউজিল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও ভারত যে প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে, তার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন কোহলি ও সরফরাজ। দিনের শেষ বলে বিরাট কোহলি আউট না হলে আর একটু স্বস্তি পেত মেন ইন ব্লু। এখনও খেলার বাকি দু'দিন।
প্রসঙ্গত, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের সামনে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৪৬ রানে। ৯২ বছরের ইতিহাসে দেশের মাটিতে টেস্ট খেলায় ভারত এত কম রান করেনি। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৮০।
বৃহস্পতিবারই চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। উইকেটরক্ষক হিসাবে পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন ধ্রুব জুরেল। শুক্রবার সকালেও জুরেলই নামেন। পন্থ এখনও খেলার জন্য তৈরি নন। তবে ব্যাটার পন্থকে না পেলে সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছিল।
ভারত প্রথম ইনিংসে করেছিল মাত্র ৪৬ রান। ফলে লিড নিতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। শুক্রবার প্রথম সেশনেই সেই লিড ২০০ রান পার করে। অর্ধশতরান করেন রাচিন রবীন্দ্র। রাচিনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন টিম সাউদিও। করেছেন ৬৫। ৫৬ রানের লিড দিয়ে ইনিংস শেষ করে কিউইরা।
দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় পেরোতে ভাল পারফরম্যান্সের দরকার ছিল ভারতের। ওপেনিং জুটিতে দরকার ছিল ভাল রানের। কিন্তু প্রথমে যশস্বী ও পরে রোহিত শর্মা দু'জনেই আউট হয়ে যান। ৫২ রান করেন রোহিত।